টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে নেই মুস্তাফিজ
আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বেশ কদিন আগে ইংল্যান্ডের চেমসফোর্ডে গেছে বাংলাদেশ ক্রিকেট দল। কয়েক দিনের প্রস্তুতি শেষে প্রিয় ফরম্যাটটিতে আইরিশদের বিপক্ষে আজ লড়াই শুরু হচ্ছে তামিম ইকবালের দলের।
সিরিজের প্রথম ওয়ানডেতে চেমসফোর্ডের কাউন্টি গ্রাউন্ডে স্বাগতিকদের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। ম্যাচে টস ভাগ্য বিপক্ষে গেছে বাংলাদেশের। টস হেরে ব্যাটিংয়ে নামছে স্বাগতিকরা। ম্যাচটি বাংলাদেশ সময় বিকাল ৩টা ৪৫ মিনিটে শুরু হবে। বাংলাদেশের কোনো টেলিভিশন খেলাটি সম্প্রচার করছে না। আইসিসি টিভিতে সাইন-আপ করে ফ্রিতে খেলা দেখা যাবে।
বাংলাদেশের একাদশে জায়গা হয়নি অভিজ্ঞ পেসার মুস্তাফিজুর রহমানের। গত মার্চে আয়ারল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠের সিরিজেও কয়েকটি ম্যাচে বাদ পড়েন তিনি। আইরিশদের বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলে বাংলাদেশ। মুস্তাফিজ জায়গা পান একটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টিতে।
বাউন্সি উইকেট আশা করলেও একাদশে কয়েকজন স্পিনারকে রেখেছে বাংলাদেশ। সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজের সঙ্গে সুযোগ দেওয়া হয়েছে তাইজুল ইসলামকেও। পেস আক্রমণ সামলানোর দায়িত্ব শরিফুল ইসলাম, এবাদত হোসেন ও হাসান মাহমুদের কাঁধে।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, শরিফুল ইসলাম, এবাদত হোসেন, তাইজুল ইসলাম ও মাহমুদ।
আয়ারল্যান্ড একাদশ: পল স্টার্লিং, স্টিফেন ডোহেনি, অ্যান্ড্রু ব্যালবার্নি (অধিনায়ক), হ্যারি টেক্টর, লরকান টাকার, কার্টিস ক্যাম্ফার, জর্জ ডকরেল, অ্যান্ড্রু ম্যাকব্রাইন, মার্ক অ্যাডায়ার, গ্রাহাম হিউম ও জশ লিটল।