আফগানিস্তান বিপক্ষে টেস্ট খেলা হচ্ছে না তামিমের
তামিম ইকবালের খেলা নিয়ে শঙ্কা তৈরি হয় কদিন আগেই। গত কয়েক দিন ধরে এ নিয়ে বাংলাদেশ দলে আলোচনা। অবশেষে শঙ্কাই সত্যি হলো। আফগানিস্তানের বিপক্ষে ১৪ জুন মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হতে যাওয়া একমাত্র টেস্টে খেলা হচ্ছে না জাতীয় দলের অভিজ্ঞ এই ওপেনারের। পিঠের পুরনো ব্যথার কারণে ছিটকে গেছেন তিনি।
মঙ্গলবার এক বিবৃতির মাধ্যমে বিষয়টি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিবৃতিতে বলা হয়েছে, পিঠের নিচের দিকে (কোমর) ব্যথা থাকায় আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট খেলা হচ্ছে না তামিমের।
বিসিবির পাঠানো বিবৃতিতে জাতীয় দলের ফিজিও মুজাদ্দেদ আলফা সানি বলেছেন, 'তামিম তার পিঠের নিচের দিকে ব্যথা অনুভব করছেন, যে কারণে মাঝে মাঝেই সমস্যা হচ্ছে তার। আমাদের চিকিৎসা ও পক্রিয়ায় তার ব্যথা কমানোর চেষ্টা ছিল, যেন তিনি স্বাভাবিক কাজে ফিরতে পারেন। কিন্তু দূর্ভাগ্যশত টেস্ট খেলার মতো উন্নতি হয়নি তার।'
'ব্যাটিং ও ফিল্ডিংয়ের সময় তিনি তীব্র ব্যথা অনুভব করছেন এবং পাঁচ দিন খেলার জন্য শারীরিকভাবে প্রস্তুতি নিতে পারেননি।' যোগ করেন মুজাদ্দেদ। তামিমের বদলি হিসেবে কাকে দলে নেওয়া হবে, এ বিষয়ে বিসিবির পক্ষ থেকে এখনও কিছু জানানো হয়নি।
পিঠের পুরনো ব্যথার কারণে অস্বস্তি নিয়েই অনুশীলন করে আসছিলেন তামিম। বৃষ্টির কারণে মাঝে একদিন বিরতি পেলেও তাতে বিশেষ উন্নতি হয়নি তার। আজ মঙ্গলবার নেটে ২০-২৫ মিনিট ব্যাটিং করেছেন তামিম, তবে তাকে অতি সতর্ক দেখিয়েছে। ব্যাকফুটে না খেলে বেশিরভাগ বল সামনের পায়ে খেলছিলেন দেশসেরা এই ব্যাটসম্যান।
বাংলাদেশ টেস্ট স্কোয়াড: লিটন কুমার দাস (অধিনায়ক), জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, খালেদ আহমেদ, এবাদত হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মাহমুদুল হাসান জয়, শাহাদাত হোসেন ও মুশফিক হাসান।