প্রথম ফুটবলার হিসেবে ২০০ আন্তর্জাতিক ম্যাচ খেলাকে 'অবিশ্বাস্য' আখ্যা রোনালদোর
ক্লাব ফুটবলে গেল মৌসুমে কোনো শিরোপা না জিতলেও জাতীয় দলের হয়ে সময়টা বেশ ভালো যাচ্ছে ক্রিশ্চিয়ানো রোনালদোর। পর্তুগালের নতুন কোচ রবার্তো মার্তিনেজের অধীনে যেন নিজেকে নতুন করে আবিষ্কার করেছে সিআর সেভেন।
মার্তিনেজ দায়িত্ব নেওয়ার পর চার ম্যাচ খেলে সবকটিই জিতেছে পর্তুগাল। এই চার ম্যাচে পাঁচ গোল করেছেন রোনালদো। গত রাতে আইসল্যান্ডের বিপক্ষে ৯০ মিনিটে করেছেন ম্যাচের একমাত্র এবং জয়সূচক গোলটি।
আইসল্যান্ডের বিপক্ষে ম্যাচটিতে রোনালদো এমন একটি রেকর্ড গড়েছেন, যা চাইলেও তার থেকে কেউ কেড়ে নিতে পারবে না। প্রথম ফুটবলার হিসেবে ২০০ টি আন্তর্জাতিক ম্যাচ খেলার মাইলফলক ছুঁয়েছেন পর্তুগিজ মহাতারকা।
ম্যাচের আগে তাকে গিনেজ বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ থেকে স্মারক উপহার দেওয়া হয়। এমন অর্জনের স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত রোনালদো, 'আমার কাছে এটা অবিশ্বাস্য অর্জন। এটা দারুণ। আর গোল করে দলের জয়ে অবদান রাখা আরও বিশেষ কিছু।'
পর্তুগালের জার্সিতে এখন পর্যন্ত ২০০ ম্যাচ খেলে রোনালদো করেছেন ১২৩ গোল ও অ্যাসিস্ট করেছেন ৪৩ গোলে। এ বছরের ২৩ মার্চ ইউরো বাছাইয়ে লিখটেনস্টেইনের বিপক্ষে ম্যাচটি ছিল আন্তর্জাতিক ফুটবলে রোনালদোর ১৯৭তম ম্যাচ। আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড হয়ে যায় সেই ম্যাচেই। যেখানে জোড়া গোল করেন পর্তুগিজ এই ফরোয়ার্ড।