ইউরোপা লিগ জেতা পুরো দল বিক্রি করে দিচ্ছে সেভিয়া!
সদ্য সমাপ্ত মৌসুমেই ইউরোপা লিগ জিতেছে সেভিয়া। টুর্নামেন্টটির রেকর্ড সাত বার জয়ের কৃর্তিত্বও তাদেরই। সামনে মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ এবং উয়েফা সুপার কাপ খেলার সুযোগ করে নেওয়া এই স্প্যানিশ ক্লাবটিই কিনা ঋণের দায়ে জর্জরিত!
আর সেই ঋণের বোঝা কমাতে কঠিন এক সিদ্ধান্ত নিয়েছে সেভিয়া কর্তৃপক্ষ। ইউরোপা লিগ জেতা পুরো দলকেই বিক্রি করে দেওয়ার চিন্তা করছে স্প্যানিশ ক্লাবটি।
অর্থনৈতিকভাবে বেশ বিপর্যস্ত অবস্থায় আছে সেভিয়া। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা বলছে, ৯০ মিলিয়ন ইউরো ঋণের বোঝা কমাতে সেভিয়া তাদের পুরো স্কোয়াড বিক্রি করতে চায়। যত দ্রুত সম্ভব এই সমস্যা থেকে সেভিয়া বেরোতে চায় বলেও জানিয়েছে মার্কা।
ধারণা করা হচ্ছে, ইউরোপে সাফল্যের পর দলটির খেলোয়াড়দের নিয়ে আগ্রহ আরও বাড়বে। যেখানে এরই মধ্যে দলের মরোক্কান গোলরক্ষক ইয়াসিন বোনোর আল-নাসেরে যাওয়ার কথা শোনা যাচ্ছে।
এ ছাড়া অন্যদের মধ্যে বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন তারকা গঞ্জালো মন্তিয়েল ও মার্কাস আকুনা, মরক্কান স্ট্রাইকার ইউসেফ এন-নেসরি, আরেক আর্জেন্টাইন তারকা এরিক লামেলা, সাবেক লিভারপুল উইঙ্গার সুসোসহ অনেক খেলোয়াড়কে এবারের দলবদলে সেভিয়া ছেড়ে দিতে পারে বলে গুঞ্জন শোনা যাচ্ছে।
তবে একজন বা দুজনের দলবদলে এই সমস্যার সমাধান হবে না বলে জানিয়েছে মার্কা। তাই বেশ কয়েকজন বড় তারকাকে বিক্রি করতে হতে পারে সেভিয়ার।