শতভাগ ফিট নন তামিম, তবু খেলবেন প্রথম ওয়ানডে
পিঠের চোটের কারণে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে খেলা হয়নি তামিম ইকবালের। বিশ্রামে থেকে অনুশীলন শুরু করেছিলেন। ওয়ানডে অধিনায়ককে নিয়েই দল ঘোষণা করা হয়। কিন্তু অনিশ্চয়তার ব্যাপার হলো আফগানদের বিপক্ষে প্রথম ওয়ানডের আর মাত্র কয়েক ঘণ্টা বাকি থাকলেও পুরোপুরি ফিট হয়ে উঠতে পারেননি তিনি। যদিও তাতে তামিমের খেলা আটকাচ্ছে না। অভিজ্ঞ এই ওপেনার জানিয়েছেন, প্রথম ওয়ানডে তিনি খেলবেন।
বুধবার দুপুর ২টায় চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম ওয়ানডেতে আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। ঘরের মাঠের দলটি শেষ প্রস্তুতি হিসেবে মঙ্গলবার অনুশীলন করেছে। তবে অনুশীলনে অংশ নেননি তামিম। অধিনায়ক হিসেবে শুধু সংবাদ সম্মেলন করেছেন তিনি। শুরুতেই তার ফিটনেস নিয়ে প্রশ্ন করা হলে বাংলাদেশ অধিনায়ক জানান, তিনি পুরোপুরি ফিট নন। তবে প্রথম ওয়ানডে খেলার জন্য প্রস্তুত।
আজ অনুশীলন না করলেও চট্টগ্রামে গিয়ে রোববার ও সোমবার অনুশীলন করেন তামিম। অনুশীলনে তিনি স্বস্তিতে ছিলেন কিনা, এ ব্যাপারে দলের পক্ষ থেকে কিছু জানানো হয়নি। যদিও এসব আর আলোচনায় থাকছে না তামিম নিজেই খেলার ঘোষণা দেওয়াতে। তিনি বলেছেন, 'আমি অবশ্যই কালকের জন্য অ্যাভেইলেবল। শরীর আগের চেয়ে ভালো। তবে এটা বলব না যে শতভাগ (ফিট আছি)। কাল খেলার পর আরও ভালো বুঝতে পারব যে কী অবস্থা। তবে এখন পর্যন্ত হলো, আমি কালকে খেলছি ইনশাআল্লাহ।'
অনুশীলনে তেমন তাড়া থাকে না। অস্বস্তি হলে একটু জিরিয়ে নেওয়া যায়, চাইলে অনুশীলন বাদ দেওয়া যায়। কিন্তু ম্যাচের ক্ষেত্রে ভিন্ন প্রেক্ষাপট। ৫০ ওভার ফিল্ডিং ও ওপেনিংয়ে ব্যাটিং করতে শতভাগ ফিট হওয়া জরুরি। যে ফিটনেস এই মুহূর্তে নেই তামিমের। পুরো সিরিজ খেলতে পারবেন কিনা, সেটা বুঝতেই মূলত প্রথম ম্যাচটি খেলতে চাইছেন তিনি। তবে দলের ক্ষতি হয়, এমন কোনো কাজ তিনি করবেন না, ' আমার মনে হয় আমারও দেখতে হবে যে, আমি কতটা মানিয়ে নিতে পারছি বা পারছি না। তবে আমি এ রকম কোনো কাজ করব না, যেটায় দল ভুগবে।'
'কারণ আমি সব সময় বলি, যেকোনো ব্যক্তির চেয়ে দল আগে আসে। আমার এখন মনে হচ্ছে, আমি কালকের জন্য প্রস্তুত। ম্যাচ চলাকালে যদি আমার মনে হয় যে, আমি ঠিক প্রস্তুত নই বা এটি ঝুঁকিপূর্ণ হতে পারে, তাহলে আমি ও মেডিকেল টিম মিলে সিদ্ধান্ত নেব। আপাতত আমি আগামীকালের ম্যাচের জন্য ফিট। দেখা যাক, কালকে কী হয়।' যোগ করেন তামিম। পরের দুটি ওয়ানডে ৮ ও ১১ জুলাই একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে।