টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ, ফিরলেন মিরাজ-মুস্তাফিজ
প্রিয় ফরম্যাট ওয়ানডেতে ভালো সময় যায়নি। অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ আফগানিস্তানের বিপক্ষে ঘরের মাঠেই সিরিজ হেরেছে বাংলাদেশ। এবার যে ফরম্যাটে খেলা, নেই ফরম্যাটে ছোট-বড় দল বলে কোনো কথা নেই। এরপরও আফগানদেরই কিছুটা এগিয়ে রাখা যায়। বাংলাদেশ অবশ্য দুটি ম্যাচই জিততে চায়, সিরিজ শুরুর আগের দিন এমনই আশার কথা জানান টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান।
ওয়ানডে সিরিজ হারের হতাশা ঝেরে ফেলে নতুন উদ্যোমে টি-টোয়েন্টি সিরিজ খেলতে প্রস্তুতি সাকিববাহিনী। সংক্ষিপ্ততম ফরম্যাটে সিরিজের প্রথম ম্যাচে আজ আফগানদের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। টস ভাগ্য পক্ষে এসেছে বাংলাদেশের। টস জিতে ফিল্ডিং নিয়েছেন সাকিব। ম্যাচটি সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যা ৬টায় শুরু হবে।
সিলেটে ম্যাচ মানেই দর্শক ঢল, এবারও ব্যতিক্রম হয়নি। ম্যাচ শুরুর বেশ কয়েক ঘণ্টা আগেই স্টেডিয়ামের প্রবেশের গেটগুলোর সামনে উল্লেখসংখ্যক ভিড় দেখা যায়, ইতোমধ্যে গ্যালারির বেশিরভাগ অংশ ভরে গেছে। যদিও তাদের জন্য শঙ্কা তৈরি করেছে বৃষ্টি, সন্ধ্যা থেকে বৃষ্টির সম্ভাবনা আছে।
বৃষ্টির আভাস মিলেছে আগেই। ম্যাচ শুরুর প্রায় দেড় ঘণ্টা আগে সিলেটে শুরু হয় রোদ-বৃষ্টির খেলা। উইকেটসহ মাঠের অনেকটা অংশ ঢেকে রাখা হয় কভারে। টসের বেশ কিছুক্ষণ আগে অবশ্য থেমে যায় বৃষ্টি। ঠিক সময়েই টস করেন বাংলাদেশ ও আফগানিস্তানের অধিনায়করা।
ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে খেলা তিন ম্যাচ সিরিজের শেষ টি-টোয়েন্টির একাদশ থেকে দুটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। বাদ পড়েছেন হাসান মাহমুদ ও লেগ স্পিনার রিশাদ হোসেন। এ দুজনের জায়গায় সুযোগ পেয়েছেন মেহেদী হাসান মিরাজ ও মুস্তাফিজুর রহমান। ওই সিরিজের দ্বিতীয় ম্যাচ খেলার পর এ দুজন বাদ পড়েন।
বাংলাদেশ একাদশ: রনি তালুকদার, লিটন কুমার দাস, সাকিব আল হাসান (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।
আফগানিস্তান একাদশ: রহমানউল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), হযরতউল্লাহ জাজাই, ইব্রাহিম জাদরান, নাজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবী, করিম জানাত, রশিদ খান (অধিনায়ক), মুজিব উর রহমান, ফরিদ আহমদ, আজমতুল্লাহ ওমরজাই ও ফজল হক ফারুকী।