তাসকিনের হাফ সেঞ্চুরি
ইনিংসের প্রথম ওভারের চতুর্থ বলে রহমানউল্লাহ গুরমান ছক্কা মারলেও খেই হারালেন না তাসকিন আহমেদ। পরের বলটি করলেন শর্ট ডেলিভারি, অফ স্টাম্পের খানিকটা বাইরে। টেনে খেলতে গিয়ে আকাশে ক্যাচ তুললেন আফগানিস্তান ওপেনার। কারও সাহায্য লাগলো না তাসকিনের, নিজেই দৌড়ে গিয়ে নিলেন ক্যাচ। তাতে দারুণ এক মাইলফলকে পৌঁছে গেলেন বাংলাদেশের ডানহাতি এই পেসার।
টি-টোয়েন্টি ক্রিকেটে ৫০ উইকেট পূর্ণ হলো তাসকিনের, ৫৪তম ম্যাচে এসে মাইলফলকটি ছুঁলেন তিনি। বাংলাদেশের তৃতীয় বোলার ও দ্বিতীয় পেসার হিসেবে সংক্ষিপ্ততম ফরম্যাটে ৫০ উইকেটের মালিক হলেন তাসকিন।
রোববার সিরিজের দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টিতে পরে আরেকটি উইকেট নেওয়া তাসকিনের উইকেট এখন ৫১টি। ২ ওভারে ১৪ রানে ২ উইকেট নেওয়া বাংলাদেশের এই পেসারের সুযোগ আছে বোলিং ফিগারটা আরও সমৃদ্ধ করার। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হওয়া ম্যাচটি আপাতত বন্ধ আছে বৃষ্টির কারণে।
টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায় বাংলাদেশ থেকে সবার ওপরে সাকিব আল হাসান। বাঁহাতি এই স্পিনার ১১৬ ম্যাচে নিয়েছেন ১৩৮ উইকেট। অবশ্য কেবল বাংলাদেশের মধ্যেই নয়, টি-টোয়েন্টিতেই সর্বোচ্চ উইকেটের মালিক তিনি। ৮৪ ম্যাচে ১০১ উইকেট নিয়ে বাংলাদেশি বোলারদের মধ্যে দুই নম্বরে মুস্তাফিজুর রহমান, এরপরই তাসকিন।
তালিকার সেরা অবস্থানে থাকা এই তিন বোলারের সঙ্গে বাংলাদেশের অন্যদের ব্যবধান অনেক। ৪৪ উইকেট নিয়ে চারে থাকা সাবেক স্পিনার আব্দুর রাজ্জাক ক্রিকেট ছেড়েছেন কয়েক বছর আগে। ৪৩ উইকেটের মালিক পেসার আল-আমিন হোসেন জাতীয় দলের ধারে-কাছে নেই, ফেরার তেমন সম্ভাবনাও নেই তার।
৪২ উইকেটের মালিক মাশরাফি বিন মুর্তজা এই ফরম্যাটকে বিদায় বলেছেন ছয় বছর আগে। ৩৮ উইকেট নেওয়া মাহমুদউল্লাহ রিয়াদ জায়গা হারিয়ে দলের কাছে অনেকটা অতীত হয়ে উঠেছেন, অভিজ্ঞ এই ক্রিকেটারেরও ফেরার সম্ভাবনা নেই বললেই চলে। সেদিক থেকে বর্তমানে খেলা বোলারদের মধ্যে তাসকিনের সঙ্গে সবচেয়ে ব্যবধান কম নাসুম আহমেদের, ৩৫ ম্যাচে ৩৪ উইকেট নিয়েছেন বাঁহাতি এই স্পিনার।