ইতালির কোচের দায়িত্ব থেকে পদত্যাগ করলেন মানচিনি
পাঁচ বছর দায়িত্বে থাকার পর ইতালি জাতীয় ফুটবল দলের দায়িত্ব ছেড়েছেন রবার্তো মানচিনি। মূলত কাতার বিশ্বকাপে না খেলতে পারা ব্যর্থতার পর থেকেই চাপের মুখে ছিলেন এই ইতালিয়ান।
ইতালিকে ইউরো জেতানো মানচিনি স্বেচ্ছায় পদত্যাগ করেছেন দলের কোচের পদ থেকে।
যদিও মানচিনির সঙ্গে ২০২৬ এর জুন পর্যন্ত ইতালির চুক্তি ছিলো। চুক্তি শেষ হওয়ার দুই বছর আগেই হঠাৎ করে পদত্যাগের ঘোষণা দেন মানচিনি।
এক বিবৃতিতে ইতালিয়ান ফুটবল ফেডারেশন জানিয়েছে, 'ইতালিয়ান ফুটবল জানাচ্ছে যে, ইতালি জাতীয় দলের কোচের পদ থেকে রবার্তো মানচিনির পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে।'
৫ বছরে মানচিনির অধীনে ইতালি খেলেছে ৬২ ম্যাচ। জিতেছে ৩৯ ম্যাচ, ড্র করেছে ১৩ ম্যাচ এবং হেরেছে ৯ ম্যাচ।