চ্যাম্পিয়ন ইতালিকে বিদায় করে শেষ আটে সুইজারল্যান্ড
ইউরোর নক-আউট পর্ব শুরু হলো বর্তমান চ্যাম্পিয়ন ইতালির বিদায় দিয়ে। সুইজারল্যান্ডের কাছে ২-০ গোলের ব্যবধানে হেরে ইউরো মিশন এখানেই শেষ হয়েছে লুসিয়ানো স্প্যালেত্তির শিষ্যদের।
জার্মানির অলিম্পিস্টাডিয়নে সুইজারল্যান্ডের দাপটের সঙ্গে পেরে ওঠেনি ইতালি। যদিও এটিকে অঘটন বলা যাবে না, কারণ সুইজারল্যান্ডের সঙ্গে শক্তির পার্থক্য খুব বেশি নয়। তবে বর্তমান চ্যাম্পিয়ন হওয়ায় ইতালিই ম্যাচে কিছুটা হলেও এগিয়ে ছিল। সুইজারল্যান্ড নিজেদের সুযোগ লুফে নিয়ে বিদায়ঘন্টা বাজিয়েছে আজ্জুরিদের।
নিজেদের ফুটবল ইতিহাসে এই প্রথম বড় টুর্নামেন্টে (বিশ্বকাপ ও ইউরো) টাইব্রেকার ছাড়া কোয়ার্টার ফাইনালে উঠল সুইজারল্যান্ড। সুইসদের ঐতিহাসিক এই জয় এনে দেওয়া গোল দুটি করেছেন রেমো ফ্রয়লার ও রুবেন ভারগাস। ইতালি পুরো নব্বই মিনিটে শট লক্ষ্যে রাখতে পেরেছে মাত্র একটিই।
ম্যাচের ৩৭ মিনিটে মিডফিল্ডার ফ্রয়লারের গোলে এগিয়ে যায় সুইজারল্যান্ড। এর আগ পর্যন্ত সুইসরাই দাপটের সঙ্গে খেলেছে। সেটির ফলাফলই এই গোল। এরপর দ্বিতীয়ার্ধের একদম শুরুতেই ভারগাস ব্যবধান দ্বিগুণ করেন। ইতালি গোল দেওয়ার মতো কোনো পরিস্থতিই তৈরি করতে পারেনি।
১৯৯৩ সালে বিশ্বকাপ বাছাইয়ে ১–০ ব্যবধানে হারার পর ১১ ম্যাচ ও ৩১ বছর পর ইতালিকে হারাল সুইজারল্যান্ড। আর দুই দশক পর আবারও মহাদেশসেরা–টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালের আগেই বিদায় নিল ইতালি।