পাকিস্তানি পেসারদের নিয়ে চিন্তিত নন মিরাজ
আফগানিস্তানকে উড়িয়ে এশিয়া কাপের সুপার ফোর নিশ্চিত করেছে বাংলাদেশ। এ ম্যাচে জয়ের অন্যতম নায়ক মেহেদী হাসান মিরাজ। ওপেনিংয়ে নেমে ওয়ানডে ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি তুলে নিয়েছেন এই অলরাউন্ডার।
সুপার ফোরে অন্যান্য দলের পাশাপাশি পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। সেক্ষেত্রে ওপেন করলে পাকিস্তান পেসার এবং বিশ্বের অন্যতম সেরা বোলার শাহিন আফ্রিদির মুখোমুখি হতে হবে মিরাজকে।
তবে মিরাজ এই চ্যালেঞ্জ নিতে মুখিয়েই আছেন, 'আমি যেকোনো বোলারের মুখোমুখি হতে সব সময়ই প্রস্তুত।'
ভারতের বিপক্ষে দুর্দান্ত বোলিং করেছেন শাহিন। পাকিস্তানের বাকি পেসাররাও ছিলেন ছন্দে। হারিস রুউফ, নাসিম শাহদের সামলানো নিয়ে কী ভাবছেন তা জানালেন মিরাজ, 'আমি কোনো বোলারকে নিয়ে দুশ্চিন্তা করি না। আমি মিডল অর্ডারে ভালো খেলতে চাই। হ্যাঁ, পরের ম্যাচটা আমার জন্য দারুণ সুযোগ। টপ অর্ডারেও খেলতে পারব। টিম ম্যানেজমেন্ট সে সুযোগ দিলে ভালোই হবে।'
সুপার ফোর ইতোমধ্যে নিশ্চিত করেছে পাকিস্তান ও বাংলাদেশ। আজ ভারত ও নেপালের ম্যাচের পর জানা যাবে তৃতীয় দল কারা হতে যাচ্ছে।