প্রথম বাংলাদেশি আম্পায়ার হিসেবে বিশ্বকাপে সৈকত
প্রথম বাংলাদেশি আম্পায়ার হিসেবে ওয়ানডে বিশ্বকাপে ম্যাচ পরিচালনার সুযোগ পাচ্ছেন শরফুদৌল্লা ইবনে শহীদ সৈকত। আজ আইসিসির প্রকাশ করা বিশ্বকাপের আম্পায়ারদের তালিকায় আছে তার নাম।
সম্প্রতি শ্রীলঙ্কায় হওয়া পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যকার ওয়ানডে সিরিজে নিরপেক্ষ আম্পায়ার হিসেবে দায়িত্বে ছিলেন সৈকত। এবার তিনি সুযোগ পাচ্ছেন বিশ্বকাপে ম্যাচ পরিচালনার।
ওয়ানডে বিশ্বকাপের ১৩ তম আসরের ম্যাচ পরিচালনা করবেন মোট ১৬ জন আম্পায়ার। এর মধ্যে এলিট প্যানেলের ১২ জন আছেন। চারজন সুযোগ পেয়েছেন ইমার্জিং প্যানেল থেকে। সৈকতের সুযোগ হয়েছে ইমার্জিং প্যানেল থেকেই।
আপাতত লিগ পর্বের ম্যাচগুলোর জন্য আম্পায়ারদের তালিকা প্রকাশ করেছে আইসিসি। জানানো হয়েছে, সেমিফাইনাল ও ফাইনালের আম্পায়ার পরিস্থিতি বিবেচনা করে ঠিক করা হবে।
বিশ্বকাপের আম্পায়ার তালিকা—
ক্রিস গ্যাফানি, কুমার ধর্মসেনা, মারাইস ইরাসমাস, ক্রিস ব্রাউন, মাইকেল গফ, অ্যাড্রিয়ান হোল্ডস্টক, রিচার্ড ইলিংওয়ার্থ, রিচার্ড কেটলবরো, নিতিন মেনন, আহসান রাজা, পল রাইফেল, শরফুদ্দৌলা ইবনে শহীদ, রড টাকার, অ্যালেক্স ওয়ার্ফ, জোয়েল উইলসন এবং পল উইলসন।