নিউজিল্যান্ডকে ৩৩২ রানের লক্ষ্য দিলো বাংলাদেশ
সিরিজের প্রথম টেস্টে জয়ের জন্য নিউজিল্যান্ডকে ৩৩২ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসের স্বাগতিকরা অলআউট হয়েছে ৩৩৮ রান তুলে। আগের দিনের সংগ্রহের সঙ্গে ১২৬ রান যোগ করতেই শেষ সাত উইকেট হারিয়েছে নাজমুল হোসেন শান্তর দল।
তৃতীয় দিন শেষে সেঞ্চুরি করে অপরাজিত থাকা শান্ত চতুর্থ দিনের শুরুতেই ফিরে যান। আগের দিনের ব্যক্তিগত সংগ্রহের সঙ্গে মাত্র এক রান যোগ করতে পেরেছেন তিনি। মেহেদী হাসান মিরাজের হাফ সেঞ্চুরি ছাড়া এরপরের ব্যাটসম্যানরা কেউ বড় ইনিংস খেলতে পারেননি।
মিরাজ অপরাজিত থাকেন ৫০ রান করে। মুশফিকুর রহিম সাজঘরে ফেরার আগে করেন ৬৭ রান, শাহাদাত হোসেন দিপুর ব্যাট থেকে আসে ১৮ রান। নিউজিল্যান্ডের হয়ে ১৪৮ রান খরচায় চারটি উইকেট নিয়েছেন আজাজ প্যাটেল। দুটি উইকেট পেয়েছেন ইশ সোধি।
৩৩২ রান তোলার জন্য চারটির বেশি সেশন পাচ্ছে নিউজিল্যান্ড। বাংলাদেশের সামনেও বেশ ভালো সুযোগ রয়েছেন ম্যাচটি জেতার। চতুর্থ ইনিংসের এক দারুণ লড়াই দেখার প্রত্যাশায় দুই দলের ভক্ত-সমর্থকরা।