মিচেলের পর সাউদিকে ফিরিয়ে জয়ের আরও কাছে বাংলাদেশ
আগেরদিনই জয়ের দেখা মিলতে পারতো, কিন্তু দিক হারানো নিউজিল্যান্ডকে দিনের শেষ দিকে পথ দেখান ড্যারিল মিচেল ও ইশ সোধি। শেষ দিনও কিছুটা পথ পাড়ি দেন তারা। তবে মিচেলকে ফিরিয়ে এই জুটি ভাঙেন বাংলাদেশের ডানহাতি স্পিনার নাঈম হাসান।
ক্যাচ তুলে আউট হওয়ার আগে ৫৮ রান করেন, যা নিউজিল্যান্ডের ইনিংসের সর্বোচ্চ। নবম উইকেটে জুটি গড়েন সোধি ও অধিনায়ক টিম সাউদি। ৫২ বলে ৪৬ রানের যোগ গড়েন তারা, যা কিউদের ইনিংসের সর্বোচ্চ।
মারকুটে মেজাজে ব্যাটিং করা সাউদি ৩৪ রান করে তাইজুলের পঞ্চম শিকারে পরিণত হন। ২৪ বলে একটি চার ও ২টি ছক্কায় এই রান করেন তিনি। ৬৮ ওভার শেষে ৯ উইকেটে নিউজিল্যান্ডের সংগ্রহ ১৭৮ রান। জয়ের জন্য তাদের আরও ১৫৪ রান দরকার। সোধি ৭৬ বলে ১৯ রানে ব্যাটিং করছেন। এজাজ প্যাটেল এখনও রানের খাতা খুলতে পারেননি।