‘এটা তো ইচ্ছাকৃতভাবে হয়নি’- মুশফিকের আউট নিয়ে মিরাজ
নিউজিল্যান্ডের বিপক্ষে মিরপুর টেস্ট অদ্ভূতভাবে আউট হয়েছেন মুশফিকুর রহিম। বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে 'অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড' আউট হন দীর্ঘ ১৮ বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলা ডানহাতি এই ব্যাটসম্যান। এমন অভিজ্ঞ একজন এভাবে আউট হলেন? প্রথম দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে বেশিরভাগ প্রশ্ন থাকলো মুশফিকের আউট নিয়ে। বল হাতে আলো কাড়া মেহেদী হাসান মিরাজ জানালেন, এটা ইচ্ছাকৃত নয়। কোনো ব্যাটসম্যানই নিজে থেকে আউট হতে চান না।
বাংলাদেশের ইনিংসের ৪১তম ওভারের খেলা চলছিল, বোলিং করছিলেন নিউজিল্যান্ড পেসার কাইল জেমিসন। তার করা চতুর্থ ডেলিভারি ডিফেন্স করেন মুশফিক, বল পড়ে পেছনে যাচ্ছিল। স্টাম্পে আঘাত করবে ভেবে তিনি হাত দিয়েই বল ফেরান। হাত দিয়ে বল ধরায় নিউজিল্যান্ড আবেদন করে, আম্পায়ার তাকে আউট ঘোষণা করেন।
যদিও বল অফ স্টাম্পের অনেক বাইরে দিয়ে বেরিয়ে যাচ্ছিল। কিন্তু আইসিসির নিয়ম অনুযায়ী হাত দিয়ে বল ফেরালে আর প্রতিপক্ষ আবেদন করলে সেই ব্যাটসম্যানকে আউট ঘোষণা করা হয়। চরম হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয় ৮৩ বলে ৩টি চার ও একটি ছক্কায় ৩৫ রান করা মুশফিককে।
জাতীয় দলের সাবেক অধিনায়কের এমন আউটের ব্যাখ্যায় মিরাজ বলেন, 'দেখুন, এটা তো ইচ্ছাকৃতভাবে হয়নি। এটা খেলার ফ্লোতে হয়ে গেছে। তিনি তো ইচ্ছেকৃতভাবে করেননি। জেনেশুনে কেউ কখনও আউট হতে চায় না। এটা ফ্লোতে খেলতে গিয়ে হয়ে গেছে। খেলার পরিস্থিতিতে অনেক সময় ব্যাক অব দ্য মাইন্ডে অনেক কিছু থাকে। আমার কাছে মনে হয় মুশফিক ভাই যে আউট হয়েছেন, এটা ফ্লোতে মনে হয়ে গেছে।'
অনেক সময় ব্যাটসম্যানকে দ্রুত সিদ্ধান্ত নিতে হয় জানিয়ে বাংলাদেশ অলরাউন্ডার আরও বলেন, 'আমরা বিশ্বকাপে একটা টাইমড আউট পেয়েছি। টাইমড আউট হয়েছিল শ্রীলঙ্কার ব্যাটসম্যান। আজ মুশফিক ভাই যে আউটটা হলেন, এটা ফ্লোতে হয়ে গেছে। আমি যখন ব্যাটিং করি, একটা শট খেলার পর উইকেটে যখন বলটা আসবে, অনেক সময় সিদ্ধান্ত নিতে হয় কী করতে হবে। মুশফিক ভাই যেটা করেছে, এটা হয়ে গেছে। ইচ্ছাকৃত নয়। সেটা হলে ব্যাটসম্যানের জন্যই কঠিন, আউট হয়ে যাবে।'