গম্ভীরের সমালোচনা করে ভিডিও বানিয়ে আইনি নোটিশ পেলেন শ্রীশান্ত
নিজেকে আলোচনায় রাখতে গৌতম গম্ভীরের জুড়ি মেলা ভার। এবার লিজেন্ডস লিগ ক্রিকেটে (এলএলসি) শ্রীশান্তের সঙ্গে ঝামেলায় জড়িয়েছেন গম্ভীর।
মাঠের ঘটনা গড়িয়েছে মাঠের বাইরেও। এর জন্য শাস্তি পেয়েছেন শ্রীশান্ত।
২০২৩-২৪ মৌসুমের এলএলসিতে ইন্ডিয়া ক্যাপিটালসের নেতৃত্ব দিচ্ছেন গম্ভীর। শ্রীশান্ত খেলছেন গুজরাট জায়ান্টসের হয়ে। গত পরশু এলিমিনেটর ম্যাচে মুখোমুখি হয়েছিলেন গম্ভীর ও শ্রীশান্ত। ম্যাচের মধ্যে তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন ভারতীয় দুই ক্রিকেটার। এরপর ম্যাচ শেষে ইনস্টাগ্রামে এক ভিডিওতে গম্ভীরের বিরুদ্ধে অভিযোগ করেন শ্রীশান্ত।
অভিযোগের মূল কথা ছিল, ম্যাচে গম্ভীর এমনসব কথাবার্তা বলেছেন, যা ছিল অগ্রহণযোগ্য। এরপর শ্রীশান্ত ইনস্টাগ্রামে গম্ভীরকে নিয়ে আরও এক ভিডিও আপলোড দিয়েছেন। সেখানে শ্রীশান্ত অভিযোগ তুলেছেন, গম্ভীর তাকে সবসময় ফিক্সার বলতেন। সেইসঙ্গে আজেবাজে গালিও গম্ভীর ব্যবহার করতেন বলে অভিযোগ করেছেন শ্রীশান্ত।
ভারতীয় সংবাদমাধ্যম 'ইন্ডিয়া টুডের' এক প্রতিবেদন থেকে জানা গেছে, এলএলসি কমিশনারের পক্ষ থেকে শ্রীশান্তকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। ভারতের এই পেসার চুক্তির ধারা ভেঙেছেন বলে অভিযোগ উঠেছে।
ইনস্টাগ্রাম থেকে শ্রীশান্তকে ভিডিওগুলো সরানোর নির্দেশও দেওয়া হয়েছে। সেগুলো সরালেই ভারতীয় পেসারের সঙ্গে আলোচনায় বসবে এলএলসি।