বায়ার্নের দুর্দশা বাড়াল ল্যাজিও, এমবাপ্পের রেকর্ডে পিএসজির জয়
বুন্দেসলিগার শিরোপা জেতার লড়াইয়ে ইতোমধ্যে পিছিয়ে পড়েছে বায়ার্ন মিউনিখ। এবার চ্যাম্পিয়ন্স লিগেও হোঁচট খেয়েছে জার্মান চ্যাম্পিয়নরা। ইতালিয়ান ক্লাব ল্যাজিওর কাছে ১-০ গোলের ব্যবধানে হেরেছে টমাস টুখেলের দল।
অন্যদিকে শেষ ষোলোর প্রথম লেগে ঘরের মাঠে কিলিয়ান এমবাপ্পের রেকর্ড গড়ার দিনে স্প্যানিশ ক্লাব রিয়াল সোসিয়েদাদকে ২-০ গোলের ব্যবধানে হারিয়েছে ফরাসি জায়ান্ট পিএসজি। পার্ক দে প্রিন্সেসে এই জয় দিয়ে শেষ আটে এক পা দিয়ে রাখল লুইস এনরিকের দল। চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে ঘরের মাঠে টানা দশ ম্যাচে গোল করার রেকর্ড গড়েছেন এমবাপ্পে।
চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে টুর্নামেন্টের অন্যতম দুই ফেভারিটের পরিণতি হলো দুই রকম। ছয়বারের চ্যাম্পিয়ন বায়ার্নকে হারিয়ে চমক দেখিয়েছে ল্যাজিও, রিয়াল সোসিয়েদাদকে তুলনামূলক সহজেই হারিয়েছে পিএসজি।
ইতালিয়ান ক্লাব ল্যাজিওর মাঠে বায়ার্নের দুর্দশা বেড়েছে আরও। বুন্দেসলিগায় শীর্ষে থাকা লেভারকুসেনের কাছে এই সপ্তাহেই ৩-০ গোলের ব্যবধানে বিধ্বস্ত হয়ে চাপে পড়ে বাভারিয়ান ক্লাবটি। এবার চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলো থেকে বিদায় নেওয়ার শঙ্কা জেগেছে। ৬৯ মিনিটে চিরো ইম্মোবিলের পেনাল্টি থেকে করা গোলে জয় পায় ল্যাজিও। ঘরের মাঠে ঘুরে দাঁড়ানো ছাড়া উপায় নেই বায়ার্নের সামনে।
অন্য ম্যাচে কিলিয়ান এমবাপ্পে ও ব্র্যাডলি বার্কোলার গোলে রিয়াল সোসিয়েদাদকে ২-০ গোলের ব্যবধানে হারিয়েছে পিএসজি। এই ম্যাচে গোল করার মধ্য দিয়ে ঘরের মাঠে টানা দশ ম্যাচে গোল করার রেকর্ড গড়েছেন এমবাপ্পে, চ্যাম্পিয়ন্স লিগে ঘরের মাঠে টানা গোল করার ক্ষেত্রে এই ফরাসি ফরোয়ার্ডের ওপরে নেই আর কেউ।