ছিটকে যাওয়া আলিসের বদলে ডাক পেলেন জাকের
এবারের বিপিএলের রানার্সআপ দল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে ভালো খেলে প্রশংসা কুড়িয়েছেন আলিস আল ইসলাম। নিজের বোলিং পারফরম্যান্স দিয়ে আলো ছড়িয়ে প্রথমবারে মতো বাংলাদেশ জাতীয় দলেও ডাক পেয়েছিলেন।
শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দলে ছিলেন আলিস। কিন্তু আঙুলের চোট তাকে খেলতে দিচ্ছে না এই সিরিজে। ২৭ বছর বয়সী এই স্পিনারের জায়গায় দলে সুযোগ পেয়েছেন তারই কুমিল্লা ভিক্টোরিয়ান্স সতীর্থ জাকের আলী।
গত ১৯ ফেব্রুয়ারি সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে ফিল্ডিং করতে গিয়ে আঙুলে চোট পান আলিস। তর্জনী ও মধ্যমা দুই আঙুলেই করতে হয়েছে ব্যান্ডেজ। এবারের বিপিএলে আট ম্যাচ খেলে ৭.১৭ ইকনোমি রেটে নয় উইকেট নিয়েছেন আলিস।
শেষ দিকে চোটের কারণে গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে পারেননি এই স্পিনার। আলিসের জায়গায় সুযোগ পাওয়া জাকের অবশ্য বোলার নন। বরং নিজের পাওয়ার হিটিং দেখিয়ে নজর কেড়েছেন এই ব্যাটসম্যান। ৯৯.৫ গড় ও ১৪১. ১৩ স্ট্রাইকরেটে ১৯৯ রান করেছেন কুমিল্লার এই ব্যাটসম্যান।