বিসিবির বিশেষ ক্যাম্পে ৮০ জন লেগ স্পিনার
জুবায়ের হোসেন লিখন কিংবা আমিনুল ইসলাম বিপ্লব, এরও আগে অলোক কাপালি। এদের সবাই লেগ স্পিনার। কিন্তু লেগ স্পিনার নিয়ে বাংলাদেশের আক্ষেপ বা হতাশা আগের মতোই রয়ে গেছে। হালের লেগ স্পিনার রিশাদ হোসেন দলে জায়গা পোক্ত করার পথে, তবে সেটা বোলিং দিয়ে নয়। ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাট হাতে দাপট দেখিয়ে বিবেচনায় এসেছেন তিনি।
বাংলাদেশের ক্রিকেটে লেগ স্পিনার যেন সোনার হরিণ। জাতীয় দলে তো লেগ স্পিনার নেই-ই, ঘরোয়া ক্রিকেটের ম্যাচেও তাদের উপস্থিতি নেই বললেই চলে। এ নিয়ে অতীতে বিসিবির বিশেষ মাথাব্যথা না থাকলেও অবশেষে কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। দেশের ক্রিকেটে লেগ স্পিনারের অভাব মেটাতে বিশেষ কর্মসূচি হাতে নিয়েছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি।
বিসিবির লক্ষ্য প্রতিভা অন্বেষণের মাধ্যমে তৃণমূল পর্যায় থেকে লেগ স্পিনার তুলে আনা, দায়িত্ব পালন করছে বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগ। সারাদেশ থেকে ইতোমধ্যে ৮০ জন লেগ স্পিনার বাছাই করেছে বিসিবি। মিরপুরের একাডেমি মাঠে এসব লেগ স্পিনারের চূড়ান্ত ট্রায়াল আগামী ২ ও ৩ মে। এখান থেকে ২০ জনকে বেছে নেওয়া হবে।
পাকিস্তানের সাবেক লেগ স্পিনার শাহেদ মেহমুদ বিসিবির গেম ডেভেলপমেন্টে লেগ স্পিন কোচের দায়িত্বে আছেন। তার তত্ত্বাবধানে লেগ স্পিনার খোঁজার বিশেষ এই কর্মসূচি চলছে। শনিবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটের শিক্ষাবৃত্তি প্রদান ও ট্রফি উন্মোচন অনুষ্ঠানে এসব তথ্য দেন গেম ডেভেলপমেন্ট বিভাগের প্রধান খালেদ মাহমুদ সুজন।
দেশের প্রায় সব জেলার স্থানীয় কোচদের সহযোগিতা নিয়ে গত আট মাস ধরে স্পিনার হান্ট কার্যক্রম পরিচালনা করেছেন শাহেদ। বিসিবির বিশেষ এই কর্মসূচি নিয়ে খালেদ মাহমুদ বলেন, 'লেগ স্পিনার নিয়ে আমাদের অবশ্যই বাড়তি চিন্তা আছে। গেম ডেভেলপমেন্টে শাহেদ মেহমুদ আছেন লেগ স্পিন কোচ হিসেবে। এরই মধ্যে আমরা অনেক লেগ স্পিনার নিয়ে ট্যালেন্ট হান্ট করেছি।'
'৮০ জনকে খুঁজে বের করেছি। শাহেদ বাংলাদেশের আনাচে-কানাচে গিয়েছে। রংপুর, ফরিদপুর, রাজশাহী... সব জায়গায় গিয়ে কাজ করে ট্যালেন্টগুলো বের করে এনেছে। শিগগিরই আমরা দুই ভাগে ৪০ জন করে ৮০ জনের সঙ্গে ক্যাম্প শুরু করব। আগামী ২ ও ৩ মে এই ক্যাম্প হবে। সেখানে আমরা বাছাই করে এই ক্যাম্পটা আরও ছোট করব। পরে ২০ জনে এনে আমরা তাদেরকে প্রাধান্য দিয়ে কাজ করবো।' যোগ করেন তিনি।
দুই দিনের ক্যাম্প থেকে ২০ জনকে বাছাই করা হবে, তাদের নিয়ে হবে তিন সপ্তাহের স্কিল ক্যাম্প। এই ক্যাম্পে মুশতাক আহমেদকে রাখার পরিকল্পনা গেম ডেভেলমমেন্ট বিভাগের। পাকিস্তানের হয়ে বিশ্বকাপ জেতা সাবেক এই লেগ স্পিনার কদিন আগেই বাংলাদেশের স্পিন কোচ হিসেবে যোগ দিয়েছেন। তিন সপ্তাহের ক্যাম্প থেকে ১২ থেকে ১৫ জন লেগ স্পিনারকে চূড়ান্ত করা হবে, যাদের নিয়ে দীর্ঘমেয়াদে কাজ করা হবে।
এখন পর্যন্ত কার্যক্রমের অগ্রগতিতে সন্তুষ্ট বিসিবি। ৮০ জন লেগ স্পিনার খুঁজে পাওয়ায় উচ্ছ্বসিত খালেদ মাহমুদ, 'আমাদের এখন অনেক লেগ স্পিনার উঠে এসেছে। আমি খুবই খুশি। আগে যথাযথ যত্নের অভাব ছিল। এ জন্য লেগ স্পিনার কোচ আমরা একজন নিয়েছি ডেভেলপমেন্টে। আমি খুব খুশি যে, মুশতাক (আহমেদ) ভাই আমাদের জাতীয় দলের সঙ্গে যুক্ত হয়েছেন। আমি মনে করি, উনি যদি বেশি সময় ধরে আমাদের সঙ্গে থাকেন, তাহলে এখান (লেগ স্পিন ক্যাম্প) থেকে বেশ কয়েকজন লেগ স্পিনার পাওয়া যাবে।'