বিসিবি থেকে পদত্যাগ করলেন সুজন
বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) বইছে পরিবর্তনের হাওয়া। ইতোমধ্যে কয়েকজন পরিচালক পদত্যাগ করেছেন। এবার সেই তালিকায় যোগ হলো আরেকটি নাম। পরিচালকের পদ থেকে ইস্তফা দিয়েছেন খালেদ মাহমুদ সুজন। ২০১৩ সাল থেকে বিসিবিতে নানা ভূমিকায় দায়িত্ব পালন করেছেন তিনি।
জাতীয় দলের সাবেক এই অধিনায়কের পদত্যাগের বিষয়টি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে নিশ্চিত করেছেন বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী। বিসিবি পরিচালকের পাশাপাশি গেম ডেভেলপমেন্ট বিভাগের প্রধান ছিলেন সুজন।
টিবিএসকে বিসিবির প্রধান নির্বাহী বলেন, 'খালেদ মাহমুদ সুজন পদত্যাগপত্র জমা দিয়েছেন বোর্ডে, আমরা পেয়েছি। ব্যক্তিগত কারণে পদত্যাগ করার বিষয়টি উল্লেখ করেছেন তিনি।'
২০১৩ সালে বিসিবিতে যোগ দেন সুজন। বর্তমান প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুকে নির্বাচনে হারিয়ে বিসিবি পরিচালক হন তিনি। এরপর থেকে বিসিবি পরিচালক হিসেবে নির্দিষ্ট কোনো বিভাগের দায়িত্ব পালন করা ছাড়াও বিভিন্ন সময়ে জাতীয় দলের ম্যানেজার, টিম ডিরেক্টর, অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব পালন করেছেন সুজন।
বিসিবিতে ১১ বছরের পথচলায় সাফল্যের দেখা পেয়েছেন তিনি। সুজনের তত্ত্বাবধানে ২০২০ সালে অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ জেতে বাংলাদেশ। যুবাদের সর্বশেষ এশিয়া কাপ জয়েও সম্পৃক্ততা আছে তার।
সরকার বদলের পর থেকে কিছুদিন পরপরই বিসিবিতে পরিবর্তন আসছে। সবার আগে বিসিবির পরিচালক পদ থেকে সরে দাঁড়ান জালাল ইউনুস। তার মতো এনএসসির মনোনীত পরিচালক হিসেবে থাকা আহমেদ সাজ্জাদুল আলম ববিবে অপসারণ করা হয়।
এরপর বিসিবির পরিচালকের পদ থেকে পদত্যাগ করেন জাতীয় দলের সাবেক অধিনায়ক নাঈমুর রহমান দূর্জয়। এবার সুজনও সরে দাঁড়ালেন। কদিন আগে নারী বিভাগের প্রধানের দায়িত্ব থেকে পদত্যাগ করেন শফিউল আলম চৌধুরী নাদেল, তবে তিনি এখনও বিসিবি পরিচালক আছেন। একইভাবে সভাপতির পদ থেকে সরে দাঁড়ানো নাজমুল হাসান পাপনও বিসিবি পরিচালক আছেন।