জিতেই চলেছে মেসি-সুয়ারেজের মায়ামি
ইন্টার মায়ামি জিতবে কিন্তু লিওনেল মেসির গোল কিংবা অ্যাসিস্ট থাকবে না, এমনটা খুব বেশি হয়নি। আরেকবার দেখা গেল সেই বিরল ঘটনা। মেজর লিগ সকারে মেসির মায়ামি ৩-২ গোলের ব্যবধানে জিতেছে মন্ট্রিয়লের বিপক্ষে।
কিন্তু কোনো গোলেই অবদান ছিল না মেসির। মেসির অবদান না থাকলেও লুইস সুয়ারেজ ছিলেন উজ্জ্বল। উরুগুইয়ান তারকা আলো ছড়িয়েছেন মায়ামির জয়ে। পয়েন্ট টেবিলের শীর্ষেই থাকল মেসি-সুয়ারেজদের মায়ামি।
মেজর লিগ সকারে আজ মন্ট্রিয়লের বিপক্ষে গোল করে চলতি মৌসুমে মেসিকে গোল সং্খ্যায় ছাড়িয়ে গেছেন সুয়ারেজ। উরুগুইয়ান তারকার মেসিকে ছাড়িয়ে যাওয়ার দিনে ২-০ গোলে পিছিয়ে পড়েও মন্ট্রিয়লের বিপক্ষে ম্যাচটি ৩-২ ব্যবধানে জিতেছে ইন্টার মায়ামি। সুয়ারেজের আগে ও পরে একটি করে গোল করেছেন মাতিয়াস রোহাস ও বেঞ্জামিন ক্রিমাশ্চি।
এই জয়ে ১৩ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে মেজর লিগ সকারের ইস্টার্ন কনফারেন্সের শীর্ষে আছে মায়ামি। ইস্টার্ন ও ওয়েস্টার্ন—দুই কনফারেন্স মিলিয়েও শীর্ষে মেসি-সুয়ারেজদের দল।