অস্ট্রেলিয়ার বিপক্ষে হারলো স্কটল্যান্ড, সুপার এইটে উঠলো ইংল্যান্ড
পারল না স্কটল্যান্ড, ক্যাচ মিসের বড় মাশুল দিতে হলো দলটিকে। অস্ট্রেলিয়াকে বড় লক্ষ্য দিয়েও হেরে গেছে স্কটিশরা। সুপার এইটে যাওয়ার দৌড়ে এগিয়ে থাকার পরও শেষ পর্যন্ত গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে হলো রিচি বেরিংটনের দলকে।
নামিবিয়াকে বড় ব্যবধানে হারিয়ে নিজেদের কাজটা সেরে রেখেছিল ইংল্যান্ড। রান রেটের পার্থক্যের কারণে স্কটল্যান্ডের কাছে জয় ছাড়া উপায় ছিল না। শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে আগে ব্যাট করে বড় সংগ্রহ গড়েছিল তারা। কিন্তু স্কটল্যান্ডের ফিল্ডিংয়ে ভুলের সুযোগ নিয়ে তা টপকে গেছে অজিরা।
অস্ট্রেলিয়াকে এই রান তাড়া করে জিতিয়েছেন ট্রাভিস হেড আর মার্কাস স্টয়নিস। সংখ্যার হিসেবে হেডের রান বেশি তবে বেশি মারকুটে ছিলেন স্টয়নিস। শেষদিকে ফিনিশিংয়ের কাজ করেছেন টিম ডেভিড। ১৮১ রানের লক্ষ্য তাড়ায় অজিদের শুরুটা ভালো হয়নি। ৬০ রানের মধ্যে ডেভিড ওয়ার্নার, অধিনায়ক মিচেল মার্শ ও গ্লেন ম্যাক্সওয়েল ফিরে যান।
চতুর্থ উইকেটে ৮০ রানের জুটি গড়েন হেড ও স্টয়নিস। যদিও ব্যক্তিগত ১৫ রানে হেড জীবন পেয়েছেন। তার ক্যাচ ছেড়েছেন স্কটল্যান্ডের জোনস। এরপর হেড রুদ্রমূর্তি ধারণ করেন। ৪৯ বলে পাঁচটি চার ও চারটি ছয়ে ৬৮ রান করে আউট হন এই বাঁহাতি ওপেনার।
এরপর অস্ট্রেলিয়াকে জয়ের পথে এগিয়ে নিয়ে যান স্টয়নিস ও ডেভিড। স্টয়নিস ২৯ বলে নয় চার ও দুই ছয়ে ৫৯ রানের ঝড়ো ইনিংস খেলেন। ডেভিড অপরাজিত থাকেন ১৪ বলে ২৪ রান করে। এতে গ্রুপ পর্বের চারটি ম্যাচই জিতল অস্ট্রেলিয়া।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে জর্জ মানসির ২৩ বলে ৩৫ রানের সঙ্গে ব্র্যান্ডন ম্যাকমুলেনের ৩৪ বলে ৬০ ও অধিনায়ক রিচি বেরিংটনের ৩১ বলে ৪২ রানের অপরাজিত ইনিংসে স্কটল্যান্ড তোলে ১৮০ রান।
অস্ট্রেলিয়ার জয়ে নেট রানরেটে স্কটল্যান্ডের চেয়ে এগিয়ে থাকায় সপ্তম দল হিসেবে সুপার এইট নিশ্চিত হলো ইংল্যান্ডের। আগামীকাল ভোরে নেপালকে হারালে অষ্টম দল হবে বাংলাদেশ।