অস্ট্রেলিয়া চাইলে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতেও রাজি ওয়ার্নার
সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিয়েছেন ডেভিড ওয়ার্নার। একে একে ছেড়েছেন টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি সংস্করণ। অস্ট্রেলিয়া দলে ওয়ার্নারের অধ্যায় টা অতীতই হয়ে যাওয়ার কথা। কিন্তু সেটি এখনই বলে দেওয়া যাচ্ছে না!
ওয়ার্নার অবসর নিলেও জানিয়েছেন, ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে দল চাইলে খেলতে রাজি আছেন তিনি। ২০২৪ টি-বিশ্বকাপের সুপার এইট থেকে অস্ট্রেলিয়া বিদায় নেওয়ার পর এই সংস্করণ থেকে অবসর নেন এই ওপেনার। টেস্ট ও ওয়ানডে থেকে আগেই অবসর নিয়েছিলেন ওয়ার্নার।
চ্যাম্পিয়নস ট্রফি অনুষ্ঠিত হবে আগামী বছরের ফেব্রুয়ারি ও মার্চে পাকিস্তানে। নিজের ক্রিকেট ক্যারিয়ার নিয়ে দেওয়া ইনস্টাগ্রাম পোস্টে ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানিয়েছেন ওয়ার্নার, 'আমি আপাতত ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট চালিয়ে যাব। যদি দলে সুযোগ পাই, তবে চ্যাম্পিয়নস ট্রফিতে খেলতেও রাজি আছি।' তবে ওয়ার্নারের এই আশা পূরণ হওয়া খুবই কঠিন ব্যাপার হবে।
চ্যাম্পিয়নস ট্রফির আগে অস্ট্রেলিয়ার হয়ে অন্য কোনো টুর্নামেন্ট বা সিরিজে দলে থাকবেন না ওয়ার্নার। অস্ট্রেলিয়া এ বছরের সেপ্টেম্বরে ইংল্যান্ডে ও নভেম্বরে পাকিস্তানে যাবে ওয়ানডে খেলতে। ওই দুই সিরিজে জ্যাক ফ্রেজার-ম্যাগার্কের সম্ভাবনা আছে ওয়ার্নারের জায়গায় ইনিংস উদ্বোধন করার। অস্ট্রেলিয়া এক বছরের বেশি সময় ওয়ানডে না খেলা ওয়ার্নারকে দলে নেবে কিনা, সেটিই সবথেকে বড় প্রশ্ন।
তবে গত জানুয়ারিতে অস্ট্রেলিয়ার টেস্ট ও ওয়ানডে অধিনায়ক প্যাট কামিন্স মন্তব্য করেছিলেন ওয়ার্নার চ্যাম্পিয়নস ট্রফিতে থাকতে পারেন কি না, সে প্রসঙ্গে কামিন্স বলেছিলেন, 'এখন সময় অন্যদের ওয়ানডেতে সুযোগ দেওয়ার, তবে সে যেহেতু ক্রিকেট চালিয়ে যাবে, একদম জরুরি পরিস্থিতিতে তার কথা তো চিন্তা করতেই পারি। তবে ওয়ার্নারকেও বিশ্বের কোথাও না কোথাও রান করে যেতে হবে। তাই আপনি বলতে পারেন না এটাই শেষ।'