ইংল্যান্ডকে রুখে দিল ডেনমার্ক
শক্তির বিচারে ডেনমার্কের চেয়ে ঢের এগিয়ে ইংল্যান্ড। ইউরোর অন্যতম ফেবারিটরাই এবার হোঁচট খেয়েছে ড্যানিশদের সঙ্গে। আজ গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে হ্যারি কেইনরা ১-১ গোলে ড্র করেছেন ক্রিশ্চিয়ান এরিকসেনদের সঙ্গে।
ড্র করলেও অবশ্য গ্রুপের শীর্ষেই আছে ইংল্যান্ড। গ্রুপ সেরা হয়ে নকআউট পর্বে ওঠার সুযোগ এখনও রয়েছে গ্যারেথ সাউথগেটের দলের। অপরদিকে দুই ম্যাচেই ড্র করে ডেনমার্কও নকআউট রাউন্ডে যাওয়ার দৌড়ে টিকে থাকল।
ম্যাচে অবশ্য ইংল্যান্ডের শক্তিমত্তার পরিচয় পাওয়া যায়নি। বরং ডেনমার্কই বেশি আতঙ্ক ছড়িয়েছে ইংলিশ রক্ষণে। লক্ষ্য বরাবর ১৬ শট নিয়েছে ডেনমার্ক, যার ৭টিই ছিল সঠিক জায়গায়। বল দখলের লড়াইয়েও কিছুটা এগিয়ে ছিল ড্যানিশরাই।
যদিও ম্যাচের প্রথম গোলটা পেয়েছে ইংল্যান্ডই। ডেনমার্কের রক্ষণভাগের ভুলের সুযোগ নিয়ে হ্যারি কেইন এগিয়ে দেন ইংলিশদের। ইংল্যান্ডের জার্সি গায়ে এটি কেইনের ৬৩তম গোল। এরপর ম্যাচে ফিরতে বেশি সময় নেয়নি ডেনমার্ক। এবারের ইউরোতে দেখা মিলছে দারুণ সব গোলের। সেই তালিকায় আরেকটি যোগ করেছেন মর্টেন হিউলমান্ড।
ড্যানিশ এই মিডফিল্ডারের ৩০ গজ দূর থেকে নেওয়া বুলেট গতির শট সর্বোচ্চ দিয়ে ঝাঁপিয়েও ঠেকাতে পারেননি ইংলিশ গোলরক্ষক পিকফোর্ড। এরপর দ্বিতীয়ার্ধে কোনো দলই পরিস্কার সুযোগ তৈরি করতে পারেনি। তবে ডেনমার্কের খেলাই ছিল বেশি আশা জাগানিয়া। সব মিলিয়ে ইউরোতে নিজেদের ফেবারিট তকমার প্রতি সুবিচার করতে হলে ইংল্যান্ডকে আরও উন্নতি করতেই হবে।