রোমানিয়াকে উড়িয়ে শেষ আটে নেদারল্যান্ডস
অনেকটা চমক দেখিয়েই নিজেদের গ্রুপে সেরা হয়ে শেষ ষোলোতে উঠেছিল রোমানিয়া। তবে নকআউট পর্বে এসে নিজেদের চেয়ে ঢের শক্তিশালী নেদারল্যান্ডসের সঙ্গে পেরে উঠল না রোমানিয়ানরা। কমলা ঝড় তুলে ডাচরা জিতেছে ৩-০ গোলের বড় ব্যবধানে। আর তাতে শেষ আটে জায়গা নিশ্চিত হয়েছে রোনাল্ড কোম্যানের দলের।
ম্যাচের স্কোরলাইন ডাচদের জয়কে যত সহজ মনে করাচ্ছে সেটি তত সহজে আসেনি। রোমানিয়ার রক্ষণ ভাঙতে বেশ কাঠখড় পোড়াতে হয়েছে নেদারল্যান্ডসকে। ধৈর্য্যের পরীক্ষা দেওয়া ডাচরা শেষ পর্যন্ত দারুণ জয়ে উঠে গেছে শেষ আটে।
ম্যাচের শুরুর ১০ মিনিটে ডাচরা ছিল এলেমেলো। তবে সেটির সুযোগ নিয়ে নেদারল্যান্ডসকে ভড়কে দিতে পারেনি রোমানিয়া, যেমনটা তারা গ্রুপ পর্বে ইউক্রেনের বিপক্ষে করেছিল। প্রথম গোল পেতে নেদারল্যান্ডসকে অপেক্ষা করতে হয়েছে ২০ মিনিট। জাভি সিমন্সের সহায়তায় গোল করেন কোডি গাকপো। এরপরই মূলত ম্যাচের নিয়ন্ত্রণ নেয় নেদারল্যান্ডস।
তবে আক্রমণের পর আক্রমণ সাজিয়েও দ্বিতীয় গোলের দেখা পাচ্ছিল না ডাচরা। ৮৩ মিনিটে আসে স্বস্তির সেই গোল। প্রথম গোল করা গাকপো এবার গোল বানালেন, আর ফিনিশ করলেন দনিয়েল মালেন। এই মালেনই যোগ করা সময়ে রোমানিয়ার কফিনে শেষ পেরেক ঠুকে দেন।
বড় জয়ে শেষ আটে ওঠা ডাচরা খেলবে অস্ট্রিয়া কিংবা তুরস্কের বিপক্ষে। কোয়ার্টার ফাইনাল জিতলে ১০ বছর পর কোনো টুর্নামেন্টের সেমি-ফাইনালে উঠবে কমলার দল। আর ইউরোর সেমিতে তারা সর্বশেষ খেলেছিল ২০০৪ সালে।