ব্রাজিলকে বিদায় করে সেমি-ফাইনালে উরুগুয়ে
আবারও টাইব্রেকার, আবারও বিভীষিকা ব্রাজিলের জন্য। ২০২২ বিশ্বকাপের মতো টাইব্রেকারেই ২০২৪ কোপা জেতার স্বপ্ন ভেঙে গেল সেলেসাওদের। নির্ধারিত সময়ের খেলা গোলশূন্য ড্র থাকার পর টাইব্রেকারে উরুগুয়ে জিতেছে ৪-২ গোলের ব্যবধানে।
পরপর দুটি টাইব্রেকার হেরে দুটি বড় টুর্নামেন্ট থেকে বিদায় নিল ব্রাজিল। শেষ ১৫ মিনিট ১০ জনের দল নিয়ে খেলেছে উরুগুয়ে। সেমি-ফাইনালে মার্সেলো বিয়েলসার দল মুখোমুখি হবে পানামাকে বিধ্বস্ত করা কলম্বিয়ার।
নির্ধারিত সময়ের ম্যাচ ছিল উত্তেজনায় ভরপুর। বেশ কয়েকবার খেলা থামাতে হয়েছে আর্জেন্টাইন রেফারিকে। দুই দলের খেলোয়াড়রা তো হাতাহাতিতেও জড়িয়েছেন। কিন্তু ফুটবল ম্যাচ জিততে যেটি করতে হয়, সেই গোলটাই কোনো দল করতে পারেনি।
তবে ম্যাচের ৭৪ মিনিটে উরুগুয়ের নাহিতান নান্দেজ সরাসরি লাল কার্ড দেখার পর যোগ করা সময় মিলিয়ে ২০ মিনিট ১০ জনের দল নিয়ে খেলেছে উরুগুয়ে। সেই সুযোগও নিতে পারেনি ব্রাজিল। এমনকি রক্ষণে উরুগুয়ের সবচেয়ে বড় ভরসার জায়গা রোনাল্ড আরাউহো চোট পেয়ে ম্যাচের ৩৩ মিনিটেই বদলি হয়ে যান।
টাইব্রেকারে নিজেদের প্রথম শটই মিস করে ব্রাজিল। উরুগুয়ে গোলরক্ষক রোচেট বাম দিকে ঝাঁপিয়ে পড়ে ঠেকিয়ে দেন এদার মিলিতাওয়ের শট। উরুগুয়ে নিজেদের প্রথম তিন শটেই গোল করে। এরপর ব্রাজিলের দগলাস লুইজের শট লাগে পোস্টে।
চতুর্থ শটে গোল করলেই জিতত উরুগুয়ে। কিন্তু হোসে মারিয়া হিমেনেজের শট ঠেকিয়ে দেন এলিসন। কিন্তু তাতেও আরেকটি সুযোগ পায় উরুগুয়ে। নিজেদের শেষ শটে গোল করে বিয়েলসার দলকে সেমি-ফাইনালে তুলে দেন ম্যানুয়েল উগার্তে।