জিদানের হাতে মশাল, সেলিন ডিওনের গান- জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে শুরু প্যারিস অলিম্পিক
১০০ বছর পর প্যারিসে অনুষ্ঠিত হচ্ছে অলিম্পিক। দ্য গ্রেটেস্ট শো অন আর্থ এই নিয়ে তৃতীয়বার আয়োজন করছে শহরটি। লন্ডনের পর প্যারিসই দ্বিতীয় শহর, যারা তিনবার অলিম্পিক আয়োজনের গৌরব অর্জন করেছে।
জমকালো এক উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে পর্দা উঠেছে ২০২৪ প্যারিস অলিম্পিকের। প্যারিস অলিম্পিকে উড়বে ২০৬টি দেশের পতাকা। ৩২টি খেলার ৩২৯টি ইভেন্টে শ্রেষ্ঠত্বের লড়াইয়ে নামবেন ১০ হাজার ৭১৪ জন ক্রীড়াবিদ।
অলিম্পিক ইতিহাসে এই প্রথম উদ্বোধনী অনুষ্ঠান হয়েছে স্টেডিয়ামের বাইরে। প্যারিসের সিন নদীতে জাতীয় পতাকা নিয়ে অংশগ্রহণকারী সবকয়টি দেশের অ্যাথলেটরা মার্চপাস্ট করেন। প্যারিসের ঐতিহাসিক গ্র্যান্ড প্যালেস ভবনের ছাদ থেকে ফ্রান্সের জাতীয় সংগীত গান ২০২৩ ভয়েস অব ওভারসিজ টেরিটরিজ জয়ী গায়িকা অ্যাক্সেলে সেইন্ট-সিরেল।
অলিম্পিকের মশাল বহন করেছেন দুই কিংবদন্তি। সাবেক ফরাসি ফুটবলার জিনেদিন জিদান ও স্প্যানিশ টেনিস মহাতারকা রাফায়েল নাদাল মিলে মশাল অদলবদল করেছেন। এর আগে মশাল প্রজ্জ্বলন করা হয়। ১৯৪৮ অলিম্পিকের সাইক্লিংয়ে সোনাজয়ী ও ফ্রান্সের সবচেয়ে বেশি বয়সী বেঁচে থাকা সোনাজয়ী সাইক্লিস্ট চার্লস কোস্তে অলিম্পিকের মশাল তুলে দেন জুডোকা টেডি রেনার ও সাবেক স্প্রিন্টার মেরি-হোসে পেরেককে।
তারা দুজন মশাল প্রজ্জ্বলন করেন। তবে হুইলচেয়ারে বসে থাকা ১০০ বছর বয়সী কোস্তে মশাল প্রজ্জ্বলন অনুষ্ঠানে ভিন্ন মাত্রা আনেন। এরপর মঞ্চ মাতিয়েছেন টাইটানিকের বিখ্যাত সেই গানের গায়িকা সেলিন ডিওন। তিনি গেয়েছেন ফ্রান্সের অন্যতম জনপ্রিয় গায়িকা প্রয়াত এডিথ পিয়াফের 'লা'হাইম এ লা'আমুর' গানটি। স্টিফ পারসন সিনড্রোম রোগে ভোগার ঘোষণা দেওয়ার পর জনসমক্ষে এটাই ডিওনের প্রথম উপস্থিতি।
আর তার এই গানের মধ্য দিয়ে শেষ হয় ২০২৪ প্যারিস অলিম্পিকের জমকালো উদ্বোধনী অনুষ্ঠান। পদকের লড়াইয়ে ইতোমধ্যে নেমেছেন ক্রীড়াবিদরা। যা চলবে ১১ আগস্ট পর্যন্ত।