প্যারিসে কোকেন কিনতে গিয়ে গ্রেপ্তার অস্ট্রেলিয়ান অ্যাথলেট
প্যারিস অলিম্পিকে খেলতে যাওয়া অস্ট্রেলিয়া হকি দলের খেলোয়াড় টম ক্রেইগ বিতর্কিত এক কাণ্ডে জড়িয়েছেন। কোকেন কেনার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়। অস্ট্রেলিয়া অলিম্পিক কমিটি (এওসি) বিষয়টি নিশ্চিত করেছে। থিয়েটার ও কোকেন কেনাকাটার জন্য পরিচিত একটি এলাকা থেকে ক্রেইগকে গ্রেপ্তার করে ফরাসি পুলিশ। পরে ছাড়া পেয়ে ক্ষমা চেয়েছেন তিনি।
ঘটনাটি ঘটে প্যারিসের নবম অ্যারোন্ডিসমেন্টে, এলাকাটি নাইট লাইফ এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডে ব্যস্ত। প্যারিসের প্রসিকিউটরের কার্যালয় জানিয়েছে, মঙ্গলবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়। পরদিন ছাড়া পান ২৮ বছর বয়সী ক্রেইগ। অস্ট্রেলিয়া অলিম্পিক কমিটি শুরুতে বিবৃতি দিয়ে একজন খেলোয়াড়ের গ্রেপ্তার হওয়ার কথা জানায়, তবে নাম প্রকাশ করেনি। তাকে অভিযুক্ত করা হয়নি বলেও জানানো হয়।
অস্ট্রেলিয়া অলিম্পিক কমিটির বিবৃতিতে বলা হয়, 'অস্ট্রেলিয়া হকি দলের একজন সদস্য ৬ আগস্ট প্যারিসে গ্রেপ্তার হওয়ার পরে হেফাজতে রয়েছেন। কোনও অভিযোগ আনা হয়নি। অস্ট্রেলিয়া অলিম্পিক কমিটি তদন্ত চালিয়ে যাচ্ছে এবং দলের সদস্যের জন্য সহায়তার ব্যবস্থা করছে।'
টোকিও অলিম্পিকে পুরুষদের হকিতে রৌপ্য পদক জেতে অস্ট্রেলিয়া। প্যারিস অলিম্পিকে তারা শেষ চারের আগেই বিদায় নেয়। কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসের বিপক্ষে ২-০ গোলে হারে অজিরা। অলিম্পিকে ৫২ বছর পর এবার ভারতের বিপক্ষেও হেরেছে তারা। সেই হতাশা যেন আরও বাড়িয়ে তুললেন ক্রেইগ। দলে ফরোয়ার্ড হিসেবে খেলেন তিনি, প্যারিস অলিম্পিকে করেছেন একটি গোল।
ক্রেইগের গ্রেপ্তার হওয়ার বিষয়ে প্যারিস পুলিশের এক কর্মকর্তা বলেন, 'নিষিদ্ধ মাদক বিক্রি করছিল এক যুবক। তার কাছে কোকেনসহ বিভিন্ন রকমের নিষিদ্ধ মাদক ছিল। প্রায় ৭৫টি কাগজের মোড়ক পাওয়া গিয়েছে। সিন্থেটিক মাদকও পাওয়া গেছে। রাত সাড়ে ১২টার দিকে সেই যুবকের কাছ থেকে ১ গ্রাম কোকেন কিনছিলেন ক্রেইগ। সে সময় দুজনকে ধরা হয়।'
মাদক বিক্রেতার বয়স মাত্র ১৭ বছর। নাবালকের কাছ থেকে নিষিদ্ধ মাদক কেনার অভিযোগ আনা হয় ক্রেইগের বিরুদ্ধে। এই ঘটনার প্রভাব দলে পড়বে না বলে জানিয়েছে অস্ট্রেলিয়া অলিম্পিক কমিটি। বিবৃতিতে বলা হয়েছে, 'তদন্ত শুরু হয়েছে, এই ঘটনার প্রভাব আমাদের দলে পড়বে না। পুলিশ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে।'