পাপনের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে আসিফ মাহমুদ
কদিন আগেও তার পরিচয় ছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক। সেই আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এখন দেশ পরিচালনার দায়িত্বে। ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা করা হয়েছে আসিফকে। পেয়েছেন মন্ত্রণালয়ও, অন্তর্বর্তীকালীন সরকারের সময়কালে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সামলাবেন ২৬ বছর বয়সী এই তরুণ।
এই মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। গত জানুয়ারির নির্বাচনে কিশোরগঞ্জ-৬ আসন থেকে নির্বাচিত হওয়া পাপনকে পূর্ণ মন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়। গণআন্দোলনের প্রেক্ষিতে দ্বাদশ জাতীয় সংসদ ও শেখ হাসিনার নেতৃত্বাধীন মন্ত্রীসভা বিলুপ্ত করা হলে সংসদ সদস্য পদ ও মন্ত্রিত্ব হারান পাপন।
৬৩ বছর বয়সী পাপনের স্থলাভিষিক্ত হলেন ২৬ বছর বয়সী আসিফ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে আওয়ামী সরকার পতনে সামনে থেকে নেতৃত্ব দেন তিনি। ১৯৯৮ সালের ১৪ জুলাই কুমিল্লার মুরাদনগর উপজেলার আকুবপুর ইউনিয়নের আকুবপুর গ্রামে জন্ম আসিফের।
আদমজী ক্যান্টনমেন্ট কলেজে পড়েছেন আসিফ। ২০১৭-১৮ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভাষাবিজ্ঞান বিভাগে ভর্তি হন তিনি, বর্তমানে স্নাতকোত্তর করছেন। অন্তর্বর্তীকালীন সরকারের আরেক উপদেষ্টা নাহিদ ইসলামের মতো আসিফও ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনে সক্রিয় ছিলেন।
মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন আসিফ। নিজের ফেসবুক অ্যাকাউন্টে লাল ব্যাকগ্রাউন্ডে দেওয়া পোস্টে লিখেছেন, 'যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।' এরআগে উপদেষ্টা হিসেবে শপথ নিয়েই পরিষ্কার বার্তা জানিয়ে দেন তিনি। আরেকটি পোস্টে লেখেন, 'ব্যক্তিগত লাভের আশায় আবদার, তদবির করা থেকে বিরত থাকুন। এতে করে আমার সাথে আপনার সম্পর্ক নষ্ট হতে পারে। দেশ গঠনে পরামর্শ থাকলে জানাবেন।'
গণআন্দোলনে সরকারের পদত্যাগের পর তিন বাহিনীর প্রধান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের সঙ্গে বৈঠকের সিদ্ধান্তের প্রেক্ষিতে ৬ আগস্ট দ্বাদশ জাতীয় সংসদ ভেঙে দেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার।