বাড়িতে হামলা ঘটেনি, গুজব বলে নিশ্চিত করলেন লিটন কুমার দাস
জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় লিটন কুমার দাস তার বাড়িতে কোনো হামলা বা অগ্নিসংযোগ করা হয়নি বলে নিশ্চিত করেছেন।
শুক্রবার (৯ আগস্ট) নিজের ফেসবুক পেইজে এক পোস্টে তিনি বলেন, 'এসব গুজবে কেউ কান দেবেন না।'
আওয়ামী লীগ সরকার পতনের পর আওয়ামী লীগের মন্ত্রী, সংসদ সদস্য ও নেতাকর্মীদের বাড়িতে হামলা করে দুর্বৃত্তরা। জাতীয় দলের সাবেক অধিনায়ক ও নড়াইল-২ আসনের এমপি মাশরাফি বিন মর্তুজার বাড়িতেও আগুন দেয় দৃর্বৃত্তরা।
তবে সামাজিক যোগাযোগমাধ্যম ছড়িয়ে পড়ে, ক্রিকেটার লিটন দাসের বাড়ি পুড়িয়ে ফেলা হয়েছে।
'সম্প্রতি বিভিন্ন মিডিয়াতে একটি খবর প্রচার হয়েছে আমাদের বাড়িতে হামলার ঘটনা নিয়ে, যার কোনো সত্যতা নেই। কেউ এসব গুজবে কান দেবেন না। আমি এবং আমার পরিবার এখন পর্যন্ত সম্পূর্ণ নিরাপদে রয়েছি,' শুক্রবার ফেসবুকে লেখেন লিটন।
'আমি বিশ্বাস করি, আমাদের দেশ একটি অসাম্প্রদায়িক দেশ। এ দেশে আমরা সকল ধর্ম, বর্ণ নির্বিশেষে যেন একসঙ্গে সামনে এগিয়ে যেতে পারি সেটাই এখন আমাদের একমাত্র মূলমন্ত্র হওয়া উচিত,' পোস্টে আরও উল্লেখ করেন তিনি।
দেশের বিভিন্ন স্থানে মানুষের একতাবদ্ধ হয়ে নিরাপত্তা দেওয়ার প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়ে লিটন আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও দেশের মানুষ একসঙ্গে থাকবেন এবং সকল ধরনের সহিংসতা থেকে দেশকে দূরে রাখবেন।
'দেশটা আমাদের সবার,' লেখেন লিটন কুমার দাস।
পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক হামলার নিন্দা জানিয়েছেন এ ক্রিকেটার।
পোস্টের কমেন্টে সংযুক্তি হিসেবে তিনি লেখেন, 'দেশের যে সব স্থানে সাম্প্রদায়িক হামলা হয়েছে, আমি তার নিন্দা জানাই। আশা করব ভবিষ্যতে এ ধরনের সাম্প্রদায়িক উসকানিমূলক ঘটনা আর ঘটবে না।
'আর তার জন্য কাজ করতে হবে আপনাকে-আমাকে-সবাইকে, যেভাবে এখন আমাদের অন্য ধর্মের ভাইয়েরা আমাদের পাশে এসে দাঁড়িয়েছে। এ ধারা যেন অব্যাহত থাকে।'