ভেঙে দেওয়া হলো দেশের সব সরকারি ক্রীড়া সংস্থার কমিটি
সরকার বদলের পর সবখানেই বইছে পরিবর্তনের হাওয়া। ক্রীড়াঙ্গনেও দেখা যাচ্ছে বড় বড় পরিবর্তন। বুধবার বিসিবি সভাপতির পদ থেকে পদত্যাগ করেন নাজমুল হাসান পাপন। কয়েক ঘণ্টার মধ্যেই বিসিবির নতুন সভাপতি হিসেবে ঘোষণা করা হয় জাতীয় দলের সাবেক অধিনায়ক ফারুক আহমেদের নাম।
পরিবর্তনের ধারাবাহিকতায় এবার যুক্ত হলো দেশের সব স্তরের সরকারি ক্রীড়া সংস্থা। বুধবার দেশের সব বিভাগীয় ক্রীড়া সংস্থা, বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থা, জেলা ক্রীড়া সংস্থা, জেলা মহিলা ক্রীড়া সংস্থা, উপজেলা ক্রীড়া সংস্থা, উপজেলা মহিলা ক্রীড়া সংস্থার বর্তমান কমিটি ভেঙে দেওয়া হয়েছে।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয় চিঠি দিয়ে সংশ্লিষ্টদের বিষয়টি অবগতি করেছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সহকারী সচিব এস এম হুমায়ুন কবীরের স্বাক্ষরিত চিঠিতে নির্দেশনা দিয়ে বলা হয়েছে, উল্লিখিত ক্রীড়া সংস্থাগুলোতে নতুন অ্যাডহক কমিটি গঠন করতে স্থানীয় গুরুত্বপূর্ণ ও নামী ক্রীড়া সংগঠকদের সম্পৃক্ত করতে হবে।
চিঠিতে ক্রীড়া পরিষদের মাধ্যমে অনুমোদন করিয়ে নেওয়ার কথাও বলা হয়েছে। উপজেলা ক্রীড়া সংস্থা গঠনের এখতিয়ার রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও)। জেলা ক্রীড়া সংস্থা গঠন করেন জেলা প্রশাসক।
চিঠিতে বলা হয়েছে, 'স্থানীয় প্রেক্ষাপটে সর্বজন শ্রদ্ধেয়-সর্বজন গ্রহণযোগ্য ক্রীড়ানুরাগী, ক্রীড়া সংশ্লিষ্ট-ক্রীড়া সম্পৃক্ত সম্মানিত ব্যক্তিবর্গের সমন্বয়ে স্ব-স্ব ক্ষেত্রে অ্যাডহক কমিটি গঠন করে তার অনুমোদনের নিমিত্ত জাতীয় ক্রীড়া পরিষদে প্রেরণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।'