ইউটিউবে মেসিকে ছাড়িয়ে রোনালদোর বিশ্ব রেকর্ড
ফুটবলার তিনি, তার সব রেকর্ড ফুটবলে হবে; সেটাই স্বাভাবিক। কিন্তু দীর্ঘ ক্যারিয়ারে রেকর্ডের মালা গাঁথা পর্তুগিজ এই কিংবদন্তির ফুটবল বা মাঠের বাইরেও রেকর্ড আছে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ইনস্টাগ্রামে অনুসারীর সংখ্যায় সবার উপরে তিনি। এবার ইউটিউবে বিশ্ব রেকর্ড গড়লেন রোনালদো। অনলাইন ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্মটিতে চ্যানেল খুলে কয়েক ঘণ্টার মধ্যেই গড়ে ফেললেন এই রেকর্ড।
বুধবার ইউটিউবে চ্যানেল খোলেন রোনালদো, তার চ্যানেলের নাম 'ইউআর ক্রিশ্চিয়ানো'। চ্যানেলটি খুলতেই হইচই পড়ে যায়, ইন্টারনেট ব্যবহারকারীরা সাবস্ক্রাইব করতে শুরু করেন। প্রথম এক ঘণ্টাতেই অনুসারীর সংখ্যা ১০ লাখ ছাড়িয়ে যায়। সংবাদমাধ্যম আল-জাজিরার খবর অনুযায়ী, এটা বিশ্ব রেকর্ড। কারণ এতো অল্প সময়ে আগে কখনই কোনো চ্যানেলের অনুসারী সংখ্যা ১০ লাখ বা ১ মিলিয়ন ছাড়ায়নি।
প্রথম দিনে ১ কোটি ২৫ লাখ অনুসারী চ্যানেলটি সাবস্ক্রাইব করেন। এতে দিন পেরোনোর আগেই মাঠের দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসিকে ছাড়িয়ে যান রোনালদো। মাত্র দুই ঘণ্টার মধ্যেই অনুসারী সংখ্যায় মেসির 'লিও মেসি' নামের চ্যানেলকে ছাড়িয়ে যায় তার চ্যানেলটি। বুধবার রাত ১১টা পর্যন্ত মেসির চ্যানেলের অনুসারী সংখ্যা ছিল ২১ লাখ ৬০ হাজার। দুই ঘণ্টাতেই রোনালদোর অনুসারীর সংখ্যা হয়ে যায় ২১ লাখ ৭০ হাজার।
বুধবার সন্ধ্যায় ইউটিউব চ্যানেল খোলার ঘোষণা দেন রোনালদো। ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এই খেলোয়াড় সামাজিক যোগাযোগমাধ্যমে বলেন, 'অপেক্ষার পালা শেষ। অবশেষে আমার ইউটিউব চ্যানেল চলে এলো!' চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে নিজের চিরচেনা উদযাপন 'সিউ' ব্যবহার করেছেন রোনালদো। তিনি লিখেছেন 'SIUUUbscribe (সাবস্ক্রাইব করুন) এবং আমার এই নতুন যাত্রায় যোগ দিন।'
মেসির চ্যানেলটি ১৮ বছর আগে খোলা, এখন পর্যন্ত ২০৭টি ভিডিও দেওয়া হয়েছে সেখানে। দীর্ঘদিনের চ্যানেলটিকে অনুসারী সংখ্যায় মাত্র ১৮টি ভিডিও দিয়েই ছাড়িয়ে যায় রোনালদোর চ্যানেল। গুগল বা ইউটিউবে 'ইউআর ক্রিস্টিয়ানো' খোঁজ করলে মিলছে চ্যানেলটির পরিচিতি। যেখানে লেখা 'ইউআর ক্রিস্টিয়ানোয় স্বাগত। এটা ক্রিস্টিয়ানো রোনালদোর অফিশিয়াল ইউটিউব চ্যানেল।' ফেসবুকে রোনালদোর ১৭ কোটি অনুসারী। ইনস্টাগ্রামে তার অনুসারী ৬৩ কোটি ৬০ লাখ ও এক্স-এ ১১ কোটি ২৫ লাখ।