ক্রিকেটকে বিদায় বললেন শিখর ধাওয়ান
গত দুই বছর ধরে ক্যারিয়ার থমকে ছিল, ভবিষ্যতও জানা ছিল না। ভারত জাতীয় ক্রিকেট দলের হয়ে সর্বশেষ ম্যাচ খেলেছেন দুই বছর আগে। সামনে যে আলোর দেখা মিলবে, সেই সম্ভাবনাও উজ্জ্বল ছিল না। চোটের ধকল ছিল, পাশাপাশি আইপিএলের পারফরম্যান্সেও সন্তুষ্ট থাকার উপায় ছিল না। শিখর ধাওয়ান বুঝতে পারছিলেন, সময়টা এবার বিদায় বলার। তাই হাসিমুখেই সব ধরনের ক্রিকেটকে বিদায় বললেন ভারতের বাঁহাতি এই ব্যাটসম্যান।
শনিবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিও বার্তায় বিদায়ের ঘোষণা দেন ধাওয়ান। ১৪ বছরের আন্তর্জাকি ক্যারিয়ার, সব মিলিয়ে ২০ বছরের পেশাদার ক্যারিয়ার; দীর্ঘ পথচলায় ইতি টানার ঘোষণায় আবেগাব্লুত হয়েছেন ৩৮ বছর বয়সী এই ক্রিকেটার। তবে এ সময়ও তার মুখে লেগে ছিল হাসির ছোঁয়া। ভিডিও বার্তার ক্যাপশনে ধাওয়ান লিখেছেন, 'আমার ক্রিকেট যাত্রা শেষ হলো। সঙ্গে রয়ে গেল গেল অগণিত স্মৃতি এবং কৃতজ্ঞতা। যে ভালোবাসা এবং সমর্থন পেয়েছি, সেটার জন্য ধন্যবাদ।'
ভিডিও বার্তায় বিদায়ের ঘোষণায় ধাওয়ান বলেছেন, 'জীবনের এমন এক মোড়ে দাঁড়িয়ে আছি আমি, যেখান থেকে পেছনে তাকালে স্মৃতিগুলোই চোখে ভাসে, আর সামনে তাকিয়ে দেখি পুরো দুনিয়া। সব সময়ই আমার একটাই লক্ষ্য ছিল, ভারতের হয়ে খেলা। সেটি হয়েছেও। এ জন্য অনেকের প্রতি আমি কৃতজ্ঞ। প্রথমে আমার পরিবার, ছেলেবেলার কোচ, আমার সব সতীর্থ, যাদের সঙ্গে অনেক বছর খেলেছি, আরেকটি পরিবার পেয়েছি, নাম গড়েছি, আপনাদের ভালোবাসা পেয়েছি।'
'তবে বলা হয় না, জীবনের গল্পে সামনে এগিয়ে যেতে নতুন অধ্যায় শুরু করা জরুরি। আমিও এমন কিছু করতে যাচ্ছি। আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিচ্ছি। ক্রিকেটীয় পথচলার সমাপ্তি টানার দিনটিতে আমার হৃদয়ে একটি শান্তি আছে যে, ভারতের হয়ে অনেক খেলেছি। নিজেকে আমি শুধু এটাই বলছি, দেশের হয়ে আর খেলব না বলে দুঃখ পাওয়ার কিছু নেই, বরং এই খুশিটা নিজের কাছে থাকুক যে, দেশের হয়ে অনেক খেলেছি। এটাই আমার জন্য সবচেয়ে বড় ব্যাপার, আমি খেলেছি।' বলেন তিনি।
২০১০ সালে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু হয়েছিল ধাওয়ানের। এরপর থেকে ২০২২ সাল পর্যন্ত ভারতের জার্সি গায়ে ৩৪ টেস্ট, ১৬৭ ওয়ানডে ও ৬৮ টি-টোয়েন্টি খেলেছেন তিনি। টেস্টে ৭টি সেঞ্চুরি ও ৫টি হাফ সেঞ্চুরিসহ ৪০.৬১ গড়ে তার রান ২ হাজার ৩১৫। ওয়ানডেতে ১৭ সেঞ্চুরি ও ৩৯টি হাফ সেঞ্চুরিসহ ৪৪.১১ গড়ে ধাওয়ান রান করেছেন ৬ হাজার ৭৯৩। টি-টোয়েন্টিতে ১১টি হাফ সেঞ্চুরিসহ ২৭.৯২ গড়ে তার নামের পাশে আছে ১ হাজার ৭৫৯ রান। সব মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে তার রান ১০ হাজার ৮৬৭।