২৬ রানে ৬ উইকেট হারানোর পর প্রতিরোধের চেষ্টায় লিটন-মিরাজ
প্রথম টেস্টে স্মরণীয় জয় তুলে নেওয়ার পর দ্বিতীয় টেস্টেও ভালো শুরু করে বাংলাদেশ। বল হাতে দাপট দেখিয়ে পাকিস্তানকে প্রথম ইনিংসে ২৭৪ রানে আটকায় নাজমুল হোসেন শান্তর দল। মেহেদী হাসান মিরাজ, তাসকিনদের আমমেদদের শাসনে দারুণ কিছুর সম্ভাবনা জাগে। কিন্তু ব্যাটিংয়ে নেমে মুহূর্তেই সব সম্ভাবনা উধাও, ব্যাটিং বিপর্যয়ে দিশেহারা অবস্থা।
রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় শেষ টেস্টে প্রথম ইনিংসে পাকিস্তানের দুই পেসার মীর হামজা ও খুররাম আহমেদের তাণ্ডবে ২৬ রানেই ৬ উইকেট হারায় বাংলাদেশ। দিকহারা দলকে পথ দেখানোর চেষ্টা করছেন আগের টেস্টে হাফ সেঞ্চুরি করা লিটন কুমার দাস ও মেহেদী হাসান মিরাজ। ২৩ ওভার শেষে ৬ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ৬৪ রান। প্রথম ইনিংসে এখনও ২১০ রানে পিছিয়ে সফরকারীরা।
আগের দিন পাকিস্তানের ইনিংস গুটিয়ে স্বস্তিতেই দিন শেষ করে বাংলাদেশ। ২ ওভারে ১০ রান করে দিনে খেলা শেষ করে তারা। অপরাজিত থেকে মাঠ ছাড়েন দুই ওপেনার সাদমান ইসলাম অনিক ও জাকির হাসান। কিন্তু তৃতীয় দিনের শুরুতেই বিপর্যয়, শুরু হয় উইকেট বৃষ্টি। দলীয় ১৪ রানে খুররামের শিকারে পরিণত হয়ে ফেরেন জাকির। ৫ রান পর সাদমানকেও ফিরিয়ে দেন পাকিস্তানের এই পেসার।
দুই ওপেনারকে হারিয়ে চাপে পড়া বাংলাদেশ তখনও জানে না সামনে এতোটা কঠিন পথ অপেক্ষা করছে তাদের জন্য। দলীয় ২০ রানে ফিরে যান অধিনায়ক শান্ত ও মুমিনুল হক। বাংলাদেশের প্রথম ৩ উইকেটই নেন খুররাম। পরে উইকেট উদযাপনে যোগ দেন মীর হামজা। এক ওভারের ব্যবধানে মুশফিকুর রহিম ও সাকিব আল হাসানদের ফিরিয়ে দেন স্বাগতিকদের এই দুই বোলার।
বাংলাদেশের ইনিংস এলোমেলো করে দেওয়া খুররাম এখন পর্যন্ত ৭ ওভারে ১৫ রানে ৪টি উইকেট তুলে নেন। ৮ ওভারে ২৫ রানে মীর হামজার শিকার ২ উইকেট। খাদের কিনারে চলে যাওয়া দলকে এগিয়ে নেওয়ার চেষ্টায় থাকা লিটন ও মিরাজ ৩৮ রানের জুটি গড়েছেন। লিটন ১১ ও মিরাজ ২৪ রানে ব্যাটিং করছেন।