বিগ ব্যাশে দল পেলেন রিশাদ
গত মার্চে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটিং দিয়ে মন জয় করা, এরপর বল হাতেও রাখতে থাকেন অবদান। গত টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের বোলিংয়ের প্রধান অস্ত্র হয়ে ওঠেন রিশাদ হোসেন, গোটা দুনিয়া থেকে কুড়ান প্রশংসা। বাংলাদেশের এই লেগ স্পিনার এবার দল পেলেন অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-টোয়েন্টি লিগ বিগ ব্যাশে।
২২ বছর বয়সী এই ক্রিকেটারকে দলে ভিড়িয়েছে হোবার্ট হারিকেনস। সাকিব আল হাসানের পর বাংলাদেশের দ্বিতীয় পুরুষ ক্রিকেটার হিসেবে টুর্নামেন্টটিতে খেলার সুযোগ হলো তার। যদিও একটি জায়গায় রিশাদই প্রথম। বদলি খেলোয়াড় হিসেবে বিগ ব্যাশের দল অ্যাডিলেড স্ট্রাইকার্সে দুটি ম্যাচ খেলেন সাকিব। রিশাদই প্রথম বাংলাদেশি, যিনি সরাসরি ড্রাফট থেকে দল পেলেন।
আজ রোববার সিডনিতে অনুষ্ঠিত বিগ ব্যাশ ড্রাফটের চতুর্থ রাউন্ডে রিশাদকে দলে ভেড়ায় হোবার্ট হারিকেনস। তাসমানিয়া রাজ্যের এই দলটির পরিকল্পনার দায়িত্বে আছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটার রিকি পন্টিং, বিশ্বজয়ী এই অজি অধিনায়কের অধীনে খেলতে রিশাদ বেশ আগ্রহী।
যদিও জাতীয় দলের ব্যস্ত সূচির কারণে রিশাদের বিগ ব্যাশে খেলা নিয়ে অনিশ্চয়তা আছে। বিসিবির অনাপত্তিপত্র পেলে কয়েকটি ম্যাচ খেলার ইচ্ছা আছে তার। তবে একই সময়ে বিপিএল ও ওয়েস্ট ইন্ডিজ সফর থাকায় তার খেলার সম্ভাবনা খুবই কম। সর্বশেষ কানাডার গ্লোবাল টি-টোয়েন্টিতেও দল পান রিশাদ, কিন্তু ভিসা জটিলতার কারণে টুর্নামেন্টটিতে খেলা হয়নি তার।
বিগ ব্যাশের ড্রাফটে ছেলেদের তালিকায় ছিল ৪৩২ জন ক্রিকেটারের নাম, মেয়েদের তালিকায় ১৬১ ক্রিকেটার। আগামী ১৫ ডিসেম্বর শুরু মাটে গড়াবে বিগ ব্যাশের পরের আসর। ২৭ জানুয়ারি আসরটির পর্দা নামার কথা।