নাহিদ রানার আগুনে বোলিংয়ে কোণঠাসা পাকিস্তান
আগেরদিন ৯ রানেই পাকিস্তানের ২ উইকেট তুলে নিয়ে বাংলাদেশকে দারুণ শুরু এনে দিয়েছিলেন হাসান মাহমুদ। চতুর্থ দিনের খেলাতেও জারি আছে বাংলাদেশের দাপট। এদিন সাইম আহয়ুবকে তাসকিন আহমেদ ফেরানোর পর ৩ উইকেট নিয়ে পাকিস্তানকে কোণঠাসা অবস্থায় ফেলে দিয়েছেন তরুণ পেসার নাহিদ রানা।
রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের দ্বিতীয় ইনিংসে ২১ ওভার শেষে ৬ উইকেটে পাকিস্তানের সংগ্রহ ৮১ রান। স্বাগতিকদের লিড দাঁড়িয়েছে ৯৩ রান। উইকেটে আছেন মোহাম্মদ রিজওয়ান ও সালমান আগা।
তৃতীয় দিন শেষ বিকেলে ৩.৪ ওভারেই ২ উইকেট হারালেও আজ ভালো কিছুর সম্ভাবনা জাগান সাঈম আইয়ুব ও অধিনায়ক শান মাসুদ। এদিন ৩৬ রানের জুটি গড়েন এ দুজন। কিন্তু সাইমকে ফিরিয়ে এই জুটে ভেঙে পাকিস্তানের ভালো কিছু করার আশাও গুঁড়িয়ে দেন তাসকিন। ২০ রান করে ফেরেন সাইম।
এরপর শুরু হয় নাহিদের তোপ। গত মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট অভিষেক হওয়া ডানহাতি এই পেসার আগুনে বোলিং শুরু করেন। গতির ঝড় তুলে পাকিস্তানের ব্যাটসম্যানদের দিশেহারা করে তোলেন ২১ বছর বয়সী এই বোলার। ১৯ রানের ব্যবধানে পাকিস্তানের তিনজন ব্যাটসম্যানকে সাজঘরে পাঠান তিনি।
তিনজনকেই গতি দিয়ে পরাস্ত করেছেন তিনি, পাকিস্তানের তিন ব্যাটসম্যানই উইকেটের পেছনে ক্যাচ দিতে বাধ্য হন। ২৮ রান করা শান মাসুদ ধরা পড়েন লিটন কুমার দাসের হাতে। এরপর দারুণ এক ডেলিভারিতে বাবর আজমকে ফেরান নাহিদ।
পরের বলে রিজওয়ানও ফিরতে পারতেন। কিন্তু পাকিস্তানের ডানহাতি এই ব্যাটসম্যান স্লিপে ক্যাচ দিলেও নিতে পারেননি সাদমান ইসলাম অনিক। কিছুক্ষণ পরই সৌদ শাকিলকে ফিরিয়ে সহজ উইকেট না পাওয়ার হতাশা কিছুটা লাঘব করেন নাহিদ।