আলোকস্বল্পতায় খেলা বন্ধ, জিততে বাংলাদেশের দরকার ১৪৩
হাসান মাহমুদ, নাহিদ রানার বোলিং তোপের মুখে দ্বিতীয় ইনিংসে ১৭২ রানে অলআউট হয় পাকিস্তান। প্রথম ইনিংসের ১২ রানের লিড মিলিয়ে বাংলাদেশকে ১৮৫ রানের লক্ষ্য দেয় স্বাগতিকরা। লক্ষ্য তাড়ায় দারুণ শুরু করে বাংলাদেশ। কিন্তু আলোকস্বল্পতার কারণে খেলা বন্ধ আছে।
খেলা বন্ধের আগে ৭ ওভারে বিনা উইকেটে ৪২ রান তোলে বাংলাদেশ। টেস্ট ম্যাচ হলেও ওয়ানডের মেজাজে রান তুলেছে সফরকারীরা। এই কাজটি করেছেন জাকির হাসান। বাঁহাতি এই ওপেনার ২৩ বলে ২টি করে চার ও ছক্কায় ৩১ রানে অপরাজিত আছেন। আরেক ওপেনার ১৯ বলে ৯ রানে অপরাজিত। ইতিহাস গড়ে সিরিজ জিততে বাংলাদেশের দরকার আর ১৪৩ রান।
আত্মবিশ্বাসী শুরুর পর খেলায় এমন ছেদ, বাংলাদেশের নিশ্চয়ই আফসোস হওয়ার কথা। বাংলাদেশের লক্ষ্য তাড়ায় ৬ ওভারের পর চা বিরতি হয়। এর এক ওভার পরই আলোকস্বল্পতায় খেলা বন্ধ হয়ে যায়। রাওয়ালপিন্ডি আকাশ মেঘে ঢাকা, সবগুলো ফ্লাডলাইট জ্বালিয়েও খেলা চালিয়ে নেওয়া সম্ভব হয়নি।
এ কারণে পরে ফ্লাড লাইড নিভিয়ে ফেলা হয়েছে। রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামের উইকেটসহ মাঠের আশেপাশের জায়গাও কভার দিয়ে ঢেকে রাখা হয়েছে। যেকোনো মুহূর্তে বৃষ্টি নামারও সম্ভাবনা রয়েছে। ভারতীয় ক্রিকেটভিত্তিক সাইট ইএসপিএন ক্রিকইনফোর ধারাভাষ্যে বলা হয়েছে, আজ খেলার হওয়ার সম্ভাবনা খুবই কম।
এই টেস্টের একদিন চলে যায় বৃষ্টির পেটে। প্রথম দিন একটা বলও মাঠে গড়ায়নি, সেদিন হয়নি টসও। পরের দিন টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। ২৭৪ করে স্বাগতিকরা, জবাবে ব্যাটিং বিপর্যয়ে পড়লেও সেঞ্চুরিয়ান লিটন কুমার দাস ও হাফ সেঞ্চুরি করা মেহেদী হাসান মিরাজের দৃঢ়তায় প্রথম ইনিংসে ২৬২ রান তোলে বাংলাদেশ।