মেসির মতো ট্রফি কোলে নিয়ে স্বস্তির ঘুম শান্তর
সাফল্যের অধ্যায়ের সব প্রথমেই থাকে বিশেষ ভালো লাগা। কখনও তা সীমাহীন আনন্দ দেয়। পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের পর বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত যেমন বলছিলেন, আনন্দ প্রকাশের ভাষা পাচ্ছেন না তিনি।
এই সিরিজ জয়ে দলের বাকিদের মতো উচ্ছ্বাসে ভেসে গেছেন তিনি। জয়ী দল হিসেবে পাওয়া ট্রফি যে শান্তর কাছে কেবলই একটি ট্রফি নয়, সেটা বোঝা গেল তার একটি ফেসবুক পোস্টে। যে পোস্টে দেওয়া ছবিতে তিনি অনুকরণ করেছেন আর্জেন্টিনার কিংবদন্তি লিওনেল মেসিকে।
দেশের দীর্ঘ অপেক্ষার ইতি টেনে ২০২২ সালে বিশ্বকাপ শিরোপা উঁচিয়ে ধরেন মেসি। উল্লাসে মাতেন আর্জেন্টাইনরা, চলে বিভিন্ন রকমের উদযাপন। এর মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে মেসির দেওয়া একটি ছবি ছিল বিশেষ। হোটেল রুমে বালিশের ওপর রাখা বিশ্বকাপ ট্রফি, একই বালিশে মাথা রেখে ট্রফিটি ধরে ঘুমাচ্ছেন মেসি।
দুই ম্যাচের টেস্ট সিরিজে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে পাওয়া ট্রফি নিয়ে শান্তও একইভাবে ছবি তুলেছেন। ট্রফি কোলে নিয়ে ঘুমানোর একটি ছবি নিজের অফিসিয়াল ফেসবুক পেজে পোস্ট করেছেন বাংলাদেশ অধিনায়ক। বাংলাদেশের পতাকা, ব্যাট ও ট্রফির ইমোজি দিয়ে লিখেছেন, 'শুভ সকাল।' মেসিও তার পোস্টে শুভ সকালই লিখেছিলেন।
এই সিরিজের আগে পাকিস্তানের বিপক্ষে খেলা ১৩ টেস্টের ১২টিতেই হারে বাংলাদেশ, একটি ম্যাচ ড্র হয়। এবার পাকিস্তানের মাটিতেই দুর্দান্ত ক্রিকেট খেলা বাংলাদেশ প্রথম টেস্ট জেতে ১০ উইকেটের বড় ব্যবধানে, যা তাদের টেস্ট ইতিহাসে প্রথম। পরের টেস্টের প্রথম ইনিংসে ২৬ রানে ৬ উইকেট হারিয়েও ঘুরে দাঁড়ানোর গল্প লিখে বাংলাদেশ তুলে নেয় ৬ উইকেটের জয়।