দেশে ফিরলেন পাকিস্তানে ইতিহাস গড়ার নায়করা
বাংলাদেশ ক্রিকেট দল দেশে ফিরেছে, বিমানবন্দরে তাদেরকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হচ্ছে; সচরাচর এমন দৃশ্য দেখা যায় না। অন্যভাবে বললে এমন উপলক্ষ্য মেলে না। বিদেশের মাটিতে বলার মতো কিছু করতে না পারায় সাজানো হয় না ফুুলের ডালা, আয়োজন করা হয় না সংবর্ধনা। কিন্তু এবার বাংলাদেশের ঘরে ফেরার পর্বটা যেকোনো সময়ের চেয়ে আলাদা। বিমানবন্দরে পৌঁছেই পার্থক্যটা বুঝে ফেললেন শান্ত, লিটন, মিরাজরা।
পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জেতা বাংলাদেশ দল বুধবার রাত ১১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। বিমান থেকে নেমেই অভিনন্দনের জোয়ারে ভেসেছেন বাংলাদেশের ক্রিকেটাররা। বিমানবন্দরে দেখা হয়েছে, এমন সবার কাছ থেকেই অভিনন্দন পেয়েছেন তারা। ছিল আনুষ্ঠানিক অভ্যর্থনাও পর্বও।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে উষ্ণ অভ্যর্থনায় বরণ করে নেওয়া হয় পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে দেশে ফেরা বাংলাদেশ দলকে। বিমানবন্দরে ক্রিকেটার ও দলের বাকি সদস্যদের ফুলের তোরা দিয়ে বরণ করে নেন বিসিবির কয়েকজন পরিচালক। শান্তদের স্বাগত জানাতে বিমানবন্দরে ছিলেন বিসিবিতে নতুন পরিচালক হওয়া নাজমুল আবেদীন ফাহিম, আকরাম খান, ইফতেখার আহমেদ মিঠু ও ফাহিম সিনহা।
পাকিস্তান থেকে দুই ভাগে দেশে ফিরছে বাংলাদেশ দল। প্রথম ভাগে ফিরেছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ, সাদমান ইসলাম অনিক, নাহিদ রানা, তাইজুল ইসলাম, খালেদ আহমেদ, শরিফুল ইসলামরা। এই ভাগে দেশে ফিরেছেন প্রধান কোচ চান্দিকা হাথুরুসিংহে, প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুসহ বোর্ডের কয়েকজন কর্মকর্তা। আরেক ভাগে আজ রাত ২টায় বাকি সদস্যরা দেশে ফিরবেন। সাকিব আল হাসান দেশে ফিরবেন না, পাকিস্তান থেকেই ইংল্যান্ডে যাবেন কাউন্টি চ্যাম্পিয়নশিপ খেলতে।
পাকিস্তান সফরে স্বপ্নের মতো সময় কেটেছে বাংলাদেশ দলের। আগের ১৩ টেস্টের ১২টিতেই হারা দল এবার ব্যাটে-বলে স্বাগতিকদের রীতিমতো শাসন করেছে। প্রথম টেস্টে ১০ উইকেটের বড় ব্যবধানে জেতার পর দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ২৬ রানে ৬ উইকেট হারিয়েও অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়িয়ে ৬ উইকেটের জয় তুলে নেয় বাংলাদেশ। প্রথমবারের মতো পাকিস্তানকে টেস্টে হারানোর অধ্যায়েই ২-০ ব্যবধানে সিরিজ জেতে তারা।