‘পাকিস্তানে প্রতিভার অভাব, ভারতে পারবে না বাংলাদেশ’- বলছেন গাঙ্গুলী
দুই ম্যাচের টেস্ট সিরিজে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে আসা বাংলাদেশ এখন পরের মিশনের প্রস্তুতিতে ব্যস্ত। পাকিস্তানকে তাদের মাটিতেই ব্যাটে-বলে শাসন দলটি ভারত সফরেও ভালো করতে প্রত্যয়ী। সর্বশেষ সফরের সফলতায় থেকে মেলা আত্মবিশ্বাস ভারত সফরে কাজে দেবে বলে জানিয়েছেন বাংলাদেশের বেশ কয়েকজন ক্রিকেটার। তবে ভারতের বিপক্ষে বাংলাদেশ পারবে না বলে মত দেশটির কিংবদন্তি অধিনায়ক সৌরভ গাঙ্গুলীর।
চার-পাঁচদিন পরই ভারতে যাবে নাজমুল হোসেন শান্তর দল। এই সফরে স্বাগতিকদের বিপক্ষে দুটি টেস্ট ও ৩টি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। প্রথম টেস্ট চেন্নাইতে শুরু হবে ১৯ সেপ্টেম্বর। সিরিজ শুরু হতে এখনও ৯ দিন বাকি, কিন্তু এখনই উত্তেজনা টের পাওয়া যাচ্ছে। পাকিস্তান সফরে বাংলাদেশ দলের সাফল্যের কারণে ভারত সফরেও তাদের সম্ভাবনা নিয়ে আলোচনা হচ্ছে।
সিরিজটি নিয়ে দুই দেশের সাবেক ও বর্তমান ক্রিকেটাররা প্রায় প্রতিদিনই কথা বলছেন। জানাচ্ছেন বাংলাদেশের সম্ভাবনা বা করছেন বাস্তবসম্মত ফলের ভবিষ্যদ্বাণী। এবার গাঙ্গুলী জানালেন তার মতামত। পাকিস্তানের বিপক্ষে ২-০ ব্যবধানে সিরিজ জিতলেও ভারতের বিপক্ষে বাংলাদেশ এমন কিছু করতে পারবে না বলে মনে করেন তিনি। ঐতিহাসিক সিরিজ জয়ে বাংলাদেশকে কৃতিত্ব দিলেও পাকিস্তানের ব্যর্থতার কথা উল্লেখ করেন গাঙ্গুলী। তার মতে, পাকিস্তানের ক্রিকেটে এখন প্রতিভার অভাব।
পাকিস্তানের বিপক্ষে সিরিজ বাংলাদেশকে অনুপ্রেরণা যোগালেও গাঙ্গুলীর ফেবারিট ভারতই। সাবেক এই বাঁহাতি ওপেনার বলেন, 'পাকিস্তানে গিয়ে তাদের হারিয়ে আসা সহজ কাজ নয়। তাই বাংলাদেশের খেলোয়াড়দের অভিনন্দন জানাই। কিন্তু ভারত ভিন্ন একটি দল। ভারত নিজেদের বা প্রতিপক্ষের মাঠে খেলুক, শক্তিশালী ব্যাটিং লাইনআপ নিয়ে অসাধারণ এক দল।'
গাঙ্গুলীর ভবিষ্যদ্বাণী, ভারতই সিরিজ জিতবে। তবে নিজেদের দলকে সতর্কও করে দিয়েছেন তিনি। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সাবেক প্রধানের ভাষ্য, 'বাংলাদেশ জিতবে বলে আমার মনে হয় না, ভারতই সিরিজ জিতবে। কিন্তু ভারতের মনে রাখতে হবে, বাংলাদেশ ভালো ক্রিকেট খেলবে। কারণ, পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে হারিয়ে অনেক আত্মবিশ্বাস নিয়ে এই সিরিজটি খেলতে আসছে তারা।'
পাকিস্তানের ক্রিকেটে প্রতিভার খরা যাচ্ছে বলে মনে করেন গাঙ্গুলী। পরোক্ষভাবে এটাকে বাংলাদেশের বিপক্ষে সিরিজ হারের দায়ই বলেতে চেয়েছেন তিনি, 'আমি দেশটিতে প্রতিভার অভাব দেখতে পাচ্ছি। পাকিস্তানকে নিয়ে যখনই ভাবি, আমাদের মনে আসে মিয়াঁদাদ, ওয়াসিম, ওয়াকার, সাঈদ আনোয়ার, মোহাম্মদ ইউসুফ ও ইউনিস খানের কথা। আমাদের কাছে পাকিস্তান দলের স্মৃতি এটাই। প্রতিটা প্রজন্মেই ম্যাচ জিততে প্রতিভাবান খেলোয়াড় লাগে। ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপ, ভারত বিশ্বকাপ এবং বাংলাদেশের বিপক্ষে সিরিজ হারের পর বিশ্ব ক্রিকেটে আমি যখন পাকিস্তানের অবস্থার দিকে তাকাই, দেশটিতে প্রতিভার অভাব দেখতে পাই।'
পাকিস্তান ক্রিকেটের জন্য পরামর্শ দিয়ে গাঙ্গুলী আরও বলেন, 'এই সমস্যার দ্রুত সমাধান প্রয়োজন। যারা পাকিস্তানের ক্রিকেটের সঙ্গে যুক্ত, তাদেরকে এই বিষয়টাযর প্রতি নজর দিতে হবে। আমি কিন্তু ওদেরকে কোনোরকম অসম্মান করার জন্য এসব কথাগুলো বলছি না। পুরনো দিনের পাকিস্তান দলে দুর্দান্ত সব ক্রিকেটার ছিলেন। বর্তমান পাকিস্তান দলে আমরা সেটা একেবারেই দেখতে পাই না।'