লিটন-সাকিবকে হারিয়ে ফলোঅনের শঙ্কায় বাংলাদেশ
৪০ রানেই নেই ৫ উইকেট, দল তখন দিশাহারা। এখান থেকে হাল ধরলেন সাকিব আল হাসান ও লিটন কুমার দাস। বিপর্যয়ের মাঝেও উইকেটে গিয়ে দুজনকে সাবলীল দেখালো, গড়ে তুললেন জুটি। বাংলাদেশ যখন এ দুজনের ব্যাটে পাল্টা লড়াইয়ের স্বপ্ন দেখছে, তখনই নিজেদের উইকেট বিলিয়ে ফিরলেন লিটন ও সাকিব। তাতে ফলোঅনে পড়ার শঙ্কা আরও বাড়লো সফরকারীদের।
ষষ্ঠ উইকেটে ৫১ রানের জুটি গড়ে দুই ওভারের ব্যবধানে সাজঘরে ফেরেন বাংলাদেশের এই দুই ব্যাটসম্যান। ২৯তম ওভারে সুইপ করতে গিয়ে আউট হন লিটন। ভারতের স্পিনার রবীন্দ্র জাদেজার শিকারে পরিণত হওয়ার আগে ৪২ বলে ২২ রান করেন লিটন। দলের দুঃসময়ে আরও হতাশা জাগিয়ে ফেরেন সাকিব। ৬৪ বলে ৩২ রান করা অভিজ্ঞ এই অলরাউন্ডার রিভার্স সুইপ খেলতে গিয়ে ঋষভ পন্তের গ্লাভসে আটকা পড়েন।
দ্বিতীয় সেশন শেষ হওয়ার ঠিক আগে জাসপ্রিত বুমরাহর বলে আউট হন হাসান মাহমুদ। ৩৬.৫ ওভার শেষে ৮ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ১১২ রান। ফলোঅন এড়াতে তাদেরকে আরও ১৬৪ রান করতে হবে। যাচ্ছেন মেহেদী হাসান মিরাজ ১০ রানে অপরাজিত আছেন।
ফিরলেন শান্ত-মুশফিকও, ধুঁকছে বাংলাদেশ
বল হাতে ভারতকে বেগ দেওয়ার তৃপ্তি নিমেষেই উধাও, ব্যাট হাতে নামতেই হতাশায় বাংলাদেশ শিবির। ভারতের পেসারদের তোপে দিকহারা অবস্থা সফরকারীদের। প্রথম ওভারেই সাদমান ইসলাম অনিককে ফিরিয়ে দেন জাসপ্রিত বুমরাহ। নবম ওভারে টানা দুই বলে জাকির হাসান ও মুমিনুল হককে ফেরান আকাশ দীপ। এবার এক ওভারের ব্যবধানে তোপ দাগলেন মোহাম্মদ সিরাজ ও বুমরাহ। তাদের শিকার নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম।
বাংলাদেশের ইনিংসে শান্তকেই কেবল সাবলীল মনে হচ্ছিল। ভারতের পেসারদের তোপের মুখে এখন পর্যন্ত তিনিই কেবল দুই অঙ্কের রান করতে পেরেছেন। কিন্তু ইনিংস বড় করতে পারলেন না বাংলাদেশ অধিনায়ক। সিরাজের বলে উইকেটের পেছনে ধরা পড়ার আগে ৩০ বলে ২০ রান করেন তিনি। পরের ওভারে বুমরাহ বলে স্লিপে ধরা পড়েন ৮ রান করা মুশফিক। ১৩ ওভার শেষে ৫ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ৪০ রান। সাকিব আল হাসান ৪ রানে ব্যাটিং করছেন, এখনও রানের খাতা খোলেননি লিটন কুমার দাস।
২২ রানেই ৩ উইকেট হারিয়ে বিপাকে বাংলাদেশ
ভারতের বিপক্ষে চেন্নাই টেস্টে বল হাতে দারুণ শুরুর পরও হতাশায় প্রথম দিন শেষ হয় বাংলাদেশের। হাসান মাহমুদের দারুণ বোলিংয়ের সুবাদে অল্প রানেই স্বাগতিক ৬ উইকেট তুলে নেয় তারা। কিন্তু এখান থেকে জুটি গড়ে ভারতে শক্ত অবস্থানে নিয়ে যাওয়া রবীচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজা অপরাজিত থেকে মাঠ ছাড়েন। দ্বিতীয় দিন সকালে অল্প সময়ের মধ্যে ভারতকে অলআউট করে সেই হতাশা কিছুটা ঘুচিয়ে নেওয়া গেলেও বাংলাদেশের মুখে বেশি সময় হাসি টিকলো না।
ব্যাটিংয়ে নামতেই ফিরে এলো হতাশা। ভারতের দুই পেসার জাসপ্রিত বুমরাহ ও আকাশ দীপের তোপে ২২ রানেই ৩ উইকেট হারিয়ে বাংলাদেশ রীতিমতো কোণঠাসা। মধ্যাহ্ন বিরতিতে যাওয়ার আগে ৯ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ২৬ রান। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ১৫ ও মুশফিকুর রহিম ৪ রানে অপরাজিত আছেন। বাংলাদেশের তিন ব্যাটসম্যানই বোল্ড হন। বুমরাহ দারুণ এক ডেলিভারি ছাড়তে গিয়ে স্টাম্প উপড়ে যায় সাদমান ইসলাম অনিকের। নবম ওভারে টানা দুই বলে জাকির হাসান ও মুমিনুল হককে বোল্ড করেন ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট খেলতে নামা আকাশ।
ভারতকে ৩৭৬ রানে অলআউট করে শুরুতেই উইকেট হারালো বাংলাদেশ
আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান রবীচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজা আজ বেশি সময় টিকতে পারলেন না। জুটি ভাঙাসহ এ দুজনকেই ফেরালেন তাসকিন আহমেদ। আজ আরেকটি উইকেট নিয়ে বাংলাদেশের প্রথম বোলার হিসেবে ভারতের মাটিতে টেস্টে ৫ উইকেট পূর্ণ করলেন হাসান মাহমুদ। ৬ উইকেট হারানোর পর অশ্বিন-জাদেজার ব্যাটে দারুণভাবে ঘুরিয়ে দাঁড়ানো ভারত অলআউট হয়েছে ৩৭৬ রানে।
চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিনের সকালে প্রতিপক্ষকে গুটিয়ে দেওয়ার আনন্দ মিললেও পরে ব্যাট হাতে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। প্রথম ওভারেই উইকেট হারিয়েছে সফরকারীরা। ভারতের পেসার জাসপ্রিত বুমরাহর দারুণ এক ডেলিভারি ছেড়ে দিতে গিয়ে বোল্ড হন সাদমান ইসলাম অনিক। ৬ ওভার শেষে এক উইকেটে বাংলাদেশের সংগ্রহ ১৭ রান। জাকির হাসান ৩ ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ১০ রানে ব্যাটিং করছেন।
এর আগে ভারতকে আজ বেগ দেন প্রথম দিন উইকেটশূন্য থাকা তাসকিন। ভারতের বাকি থাকা ৪ উইকেটের ৩টিই নেন ডানহাতি এই পেসার। শেষের উইকেট বুমরাহকে ফিরিয়ে ৫ উইকেট পূর্ণ করেন হাসান। পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসেও ৫ উইকেট নেন তিনি। বাংলাদেশের দ্বিতীয় পেসার হিসেবে টানা দুই টেস্টে ৫ উইকেটে নিলেন ডানহাতি এই পেসার। টেস্ট ক্যারিয়ারে দ্বিতীয়বার ইনিংসে ৫ উইকেট নিলেন হাসান। পাকিস্তানের মাটিতেও বাংলাদেশের প্রথম পেসার হিসেবে ৫ উইকেট নেন তিনি।
৬ উইকেটে ৩৩৯ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করেন অশ্বিন ও জাদেজা। এদিন তাদের জুটির পথ বড় হতে দেননি তাসকিন। দিনের তৃতীয় ওভারেই জাদেজাকে ফেরান তাসকিন। আজ কোনো রান যোগ করতে পারেননি ভারতের এই অলরাউন্ডার, ১২৪ বলে ১০টি চার ও ২টি ছক্কায় ৮৬ রানে আউট হন তিনি। ৬ ওভার পর আকাশ দীপকে নিজের দ্বিতীয় শিকারে পরিণত করেন তাসকিন।
কিছুক্ষণ পর অশ্বিনকেও সাজঘরে ফেরান তিনি। টেস্ট ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরি তুলে নেওয়া অশ্বিন ১৩৩ বলে ১১টি চার ও ২টি ছক্কায় ১১৩ রান করে থামেন। এরপর বুমরাহকে ফিরিয়ে ভারতের ইনিংসে ইতি টানেন হাসান। দারুণ ছন্দে থাকা বাংলাদেশের এই পেসার ইনিংসে সবচেয়ে বেশি ২২.২ ওভার বোলিং করেন। ৫ উইকেট নিতে তার খরচা ৮৩ রান। ২১ ওভারে ৫৫ রানে ৩ উইকেট নেন তাসকিন। ভারতের প্রথম ইনিংসে একটি করে উইকেট পান নাহিদ রানা ও মেহেদী হাসান মিরাজ।