সাদমান-শান্তর পর লিটন-সাকিবও ফিরলেন, মহা বিপদে বাংলাদেশ
৪ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে বাংলাদেশ রীতিমতো ধুঁকছে। অথচ সাদমান ইসলাম অনিক ও নাজমুল হোসেন শান্তর ব্যাটে ভালোভাবেই এগোচ্ছিল তারা। এ দুজন জুটি জমিয়ে তুলেছিলেন। সাদমানের সঙ্গে বাংলাদেশ শান্তকেও সাবলীল দেখাচ্ছিল। কিন্তু নিজের উইকেটটি বিলিয়ে ফেরেন তিনি।
চতুর্থ উইকেটে সাদমানের সঙ্গে ৫৫ রানের জুটি গড়া বাঁহাতি এই ব্যাটসম্যান রবীন্দ্র জাদেজার বলে রিভার্স সুইপ খেলতে গিয়ে বোল্ড হন। বলের লাইন-লেংথ না দেখেই রিভার্স সুইপ করতে যান শান্ত। পেছন দিয়ে গিয়ে বল আঘাত হানে লেগ স্টাম্পে।
১৯ রান করা শান্তকে হারানোর চাপ কাটিয়ে উঠতে না উঠতে বাংলাদেশের ইনিংসে আসে বড় ধাক্কা। আকাশ দীপের করা অফ স্টাম্পের বাইরে করা ডেলিভারিতে ব্যাট চালিয়ে গালিতে যশস্বী জয়সওয়ালের হাতে ধরা পড়েন সাদমান। বাঁহাতি এই ওপেনার ১০১ বলে ১০টি চারে ৫০ রান করে আউট হন।
পরের ওভারে কাট শট খেলতে গিয়ে ভারতের উইকেটরক্ষক ঋষভ পন্তের গ্লাভসে ধরা পড়েন লিটন কুমার দাস। এক ওভারের ব্যবধানে বোলার জাদেজার হাতে ক্যাচ দিয়ে ফিরে যান সাকিব আল হাসান। রানের খাতা খুলতে পারেননি অভিজ্ঞ এই ক্রিকেটার।
৯১/৪ থেকে মুহূর্তেই সেটা দাঁড়িয়ে যায় ৯৪/৭। চাপ কাটিয়ে দলকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছেন মুশফিকুর রহিম ও মেহেদী হাসান মিরাজ। ৩৩ ওভার শেষে ৭ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ৯৮ রান, লিড দাঁড়িয়েছে ৪৬ রান। মুশফিক ২ ও মেহেদী ৩ রানে ব্যাটিং করছেন।