বাংলাদেশের সর্বকনিষ্ঠ আন্তর্জাতিক মাস্টার এখন মনন
বয়স চলে সবে ১৫, এরই মধ্যে বিদেশের মাটিতে ক্যারিয়ারে দারুণ এক অর্জন যুক্ত করলেন বাংলাদেশের দাবাড়ু মনন রেজা নীর। হাঙ্গেরির বুদাপেস্টে আন্তর্জাতিক মাস্টারের খেতাব জিতেছেন তিনি। ফিদে মাস্টার থেকে আন্তর্জাতিক মাস্টার হলেন নারায়ণগঞ্জের এই কিশোর।
বাংলাদেশের সর্বকনিষ্ঠ আন্তর্জাতিক মাস্টার এখন তিনিই। এ পথে মনন ভেঙেছেন গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোর্শেদের রেকর্ড। বুদাপেস্টে অনুষ্ঠিত গ্র্যান্ডমাস্টার্স দাবা টুর্নামেন্টের অষ্টম রাউন্ডে ভারতের পাণ্ডা সাম্বিতকে হারান মনন। এই জয়ের মাধ্যমে তিনি আট রাউন্ডে মোট ৬ পয়েন্ট অর্জন করেন এবং এটা তার তৃতীয় আন্তর্জাতিক মাস্টার নর্ম।
আন্তর্জাতিক মাস্টারের যোগ্যতা অর্জনে একজন দাবাড়ুকে ২ হাজার ৪০০ রেটিং এবং তিনটি নর্ম অর্জন করতে হয়। মননের বর্তমান রেটিং ২ হাজার ৪৫০ এবং তিনি আগে দুটি নর্ম অর্জন করেন। এই টুর্নামেন্টে তৃতীয় নর্ম অর্জন করে আন্তর্জাতিক মাস্টার খেতাব জেতার সব শর্ত পূরণ করেন মনন। বাংলাদেশ দাবা ফেডারেশনের বিচারক হারুনুর রশিদ এই খবর নিশ্চিত করেন।
বাংলাদেশের আন্তর্জাতিক মাস্টারের সংখ্যা দাঁড়ালো পাঁচে। জিল্লুর রহমান চম্পক, আবু সুফিয়ান শাকিল, মিনহাজউদ্দিন সাগর ও ফাহাদ রহমানের পর এই তালিকায় নিজের নাম তুললেন মনন। এ কজনের মধ্যে ফাহাদ ইতোমধ্যে একটি গ্র্যান্ডমাস্টার নর্ম অর্জন করেছেন। তিনিও হাঙ্গেরির এই টুর্নামেন্টে খেলছেন, শেষ রাউন্ডে জয়ের মাধ্যমে আরও একটি গ্র্যান্ডমাস্টার নর্ম অর্জনের সুযোগ আছে তার।
বুদাপেস্টে দাবা অলিম্পিয়াডে অংশগ্রহণের পর তিনজন পুরুষ এবং দুইজন নারী বাংলাদেশি দাবাড়ু নিজেদের ব্যয়ে হাঙ্গেরিতে থেকে যান তিনটি টুর্নামেন্টে অংশগ্রহণ নেওয়ার জন্য। প্রথম টুর্নামেন্টে ওয়দিফা আহমেদ নিজের প্রথম মহিলা আন্তর্জাতিক মাস্টার নর্ম পান। দ্বিতীয় টুর্নামেন্টে আন্তর্জাতিক মাস্টার হলেন মনন।