‘সাকিব ভাইয়ের শূন্যতা ভালোভাবে পূরণ করবো আমরা’
একজন অলরাউন্ডার খেলা মানে একসঙ্গে একজন বোলার ও ব্যাটসম্যানকে পাওয়া। বাংলাদেশ দলে এই কাজটি অনেক দিন ধরে করে আসছেন সাকিব আল হাসান। মাঝে মধ্যে তিনি না থাকলে একজন বাড়তি বোলার বা ব্যাটসম্যানের জোগাড় করতে হয়েছে দলকে। আগে তা মাঝেমধ্যে হলেও এখন থেকে সেটা নিয়মিত।
টি-টোয়েন্টি ক্রিকেটকে বিদায় বলে দিয়েছেন সাকিব। ভারতের বিপক্ষে কাল মাঠে গড়াতে যাওয়া টি-টোয়েন্টি সিরিজ থেকে বাংলাদেশের জন্য শুরু হচ্ছে সাকিবের শূন্যতা পূরণের চ্যালেঞ্জও। এই শূন্যতা ভালোভাবেই পূরণ করার প্রত্যয় তাওহিদ হৃদয়ের কণ্ঠে। সাকিবকে মিস করলেও বাস্তবতা মেনে নিয়ে নিজেদের দায়িত্ব পালনে দৃষ্টি ডানহাতি এই ব্যাটসম্যানের।
আগামীকাল গোয়ালিয়রে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। আগের দিন সংবাদ সম্মেলনে সাকিবের প্রসঙ্গ উঠেছে বারবার। অভিজ্ঞ অলরাউন্ডারকে ছাড়া খেলার চাপ কেমন, জানতে চাইলে হৃদয় বলেন, 'আন্তর্জাতিক ক্রিকেটে চাপ সব সময়ই থাকে। যদি সেটা মাথায় থাকে তাহলে তো পারফর্ম করা যাবে না।'
'আমাদের প্রক্রিয়া মেনে চলতে হবে, ভালো করার চেষ্টা করতে হবে। আর সাকিব ভাই নেই। অবশ্যই আমরা সাকিব ভাইকে মিস করব। কিন্তু এখান থেকে একদিন না একদিন সবাইকে যেতেই হবে। আশা করি, আমরা সাকিব ভাইয়ের শূন্যতা ভালোভাবে পূরণ করবো।' বলেন তিনি।
টেস্ট সিরিজ ভালো যায়নি বাংলাদেশের। দুই ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ হয় তারা। তবে টি-টোয়েন্টি সিরিজে ভালো কিছু করা যাবে, এমনই আশা হৃদয়ের। তার ভাষায়, 'আমরা এখানে আসার আগে বেশিরভাগ ক্রিকেটারই দেশে অনুশীলন করেছি। আমি মনে করি আমরা সিরিজের জন্য খুবই ভালো প্রস্তুতি নিয়েছি। আশা করছি আমরা ভালো করবো।'
আবহাওয়া প্রতিবন্ধকতা নয়, হৃদয়ের দৃষ্টি জয়ে। ২৩ বছর বয়সী তরুণ এই ব্যাটসম্যান বলেন, 'এখানকার গরম আমাদের জন্য তেমন দুশ্চিন্তার বিষয় নয়। আমরা এই গরমে খেলে অভ্যস্ত। বাংলাদেশেও একই আবহাওয়া। এখানে আমাদের খুব ভালো সুযোগ আছে পারফর্ম করার। আমরা অবশ্যই জিততে চাইব। এটাই, আর কিছু নয়।'
গোয়ালিয়রে খেলার অভিজ্ঞতা না থাকলেও দুইদিন অনুশীলন করে ধারণা মিলেছে বাংলাদেশের। সে অনুযায়ী পরিকল্পনা সাজানো হবে জানিয়ে হৃদয় বলেন, 'আমরা এখানে দুই দিন অনুশীলন করেছি। এখানে উইকেট স্লো এবং লো। আমরা এখানে গ্রাউন্ড স্টাফদের কাছ থেকে তথ্য পেয়েছি এবং এখানে কিছু ঘরোয়া ম্যাচ খেলা হয়েছে। এটা ধীর উইকেট হবে, তবে আমরা আমাদের পরিকল্পনা অনুযায়ী খেলার চেষ্টা করবো।'