টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে ফিরলেন মিরাজ-ইমন
টেস্ট সিরিজ ভালো যায়নি, চরম ব্যাটিং ব্যর্থতায় দুই ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ হয় বাংলাদেশ। লড়াই এবার ভিন্ন ফরম্যাটে। নতুন কিছুর আশায় তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে আজ ভারতের মুখোমুখি হয়েছে নাজমুল হোসেন শান্তর দল।
ম্যাচ টস ভাগ্য বিপক্ষে গেছে বাংলাদেশের। টস হেরে ফিল্ডিংয়ে নেমেছে তারা। ম্যাচটি গোয়ালিয়রের শ্রীমন্ত মাধবরাও সিন্ধিয়া ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হয়েছে।
২০০৯ সাল থেকে ভারতের বিপক্ষে ১৪টি টি-টোয়েন্টি খেলেছে বাংলাদেশ। এর মধ্যে ১৩ ম্যাচেই ভারতের জয়, বাংলাদেশ জিতেছে একটি ম্যাচে। আজকের ম্যাচে বাংলাদেশের সুখস্মতি সেটাই, একমাত্র জয়টি ভারতের মাটিতেই। ২০১৯ সালে দিল্লিতে সেই ম্যাচটি জেতে তারা। দেশটিতে বাকি তিন ম্যাচে হেরেছে বাংলাদেশ।
বাংলাদেশের খেলা সর্বশেষ টি-টোয়েন্টি থেকে একাদশে চার পরিবর্তন আনা হয়েছে। সাকিব আল হাসান এই ফরম্যাট থেকে অবসর নিয়েছেন। বাদ পড়েছেন তানজিম হাসান, তানজিদ হাসান ও সৌম্য সরকার। প্রায় ১৫ মাস পর একাদশে ফিরলেন মেহেদী হাসান মিরাজ।
পারভেজ হোসেন ইমনের ফেরা প্রায় দুই বছর পর। এ ছাড়াও ফিরেছেন জাকের আলী অনিক ও শরিফুল ইসলাম। ভারত দলে দুজনের অভিষেক হয়েছে। তারা হলেন নিতিশ কুমার রেড্ডি ও মায়াঙ্ক যাদব। কেবল টি-টোয়েন্টিতেই নয়, দুজনেরই আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হলো।
বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন কুমার দাস (উইকেটরক্ষক), পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, জাকের আলী অনিক, তাসকিন আহমেদ, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।
ভারত একাদশ: সূর্যকুমার যাদব (অধিনায়ক), অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), রিঙ্কু সিং, হার্দিক পান্ডিয়া, রিয়ান পারাগ, নিতিশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর, বরুন চক্রবর্তী, আর্শদীপ সিং ও মায়াঙ্ক যাদব।