অবশেষে জুটি ভাঙলেন তাইজুল
শুরুটা মন্দ ছিল না, উদ্বোধনী জুটিতে ৬৯ রান পায় দক্ষিণ আফ্রিকা। এরপর দ্বিতীয় উইকেটে যে জুটি গড়েন টনি ডি জর্জি ও ট্রিস্টান স্টাবস, তা ভাঙতেই পারছিলেন না বাংলাদেশের বোলাররা। অবশেষে এই জুটির পথচলা থামালেন তাইজুল ইসলাম। স্টাম্প উপড়ে স্টাবসকে ফিরিয়ে দিয়েছেন বাংলাদেশের বাঁহাতি এই অভিজ্ঞ স্পিনার।
এর আগে অবশ্য নিজের কাজটি ভালোভাবেই করেন স্টাবস। ডানহাতি এই ব্যাটসম্যান ১৯৮ বলে ৬টি চার ও ৩টি ছক্কায় ১০৬ রানের দারুণ এক ইনিংস খেলেন। টেস্টে এটাই তার প্রথম সেঞ্চুরি। তিন অঙ্কে পৌঁছানোর পথে জর্জির সঙ্গে ৩৪২ বলে ২০১ রানের জুটি গড়েন তিনি।
বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় উইকেটে এটা দক্ষিণ আফ্রিকার চতুর্থ সেরা জুটি। বাংলাদেশের মাটিতে দ্বিতীয় উইকেটে এটা তাদের সেরা জুটি, যেকোনো উইকেটে তৃতীয় সেরা। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় টেস্টে টস জিতে আগে ব্যাটিং করতে নামা দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংসে ৭৬ ওভার শেষে ২ উইকেটে ২৮৩ রান তুলেছে। জর্জি ১২৬ ও ডেভিড বেডিংহাম ৯ রানে ব্যাটিং করছেন।
ব্যাটিং ব্যর্থতার প্রথম টেস্টে বড় ব্যবধানে হেরে সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে বাংলাদেশ। চট্টগ্রাম টেস্ট জিতে সমতায় সিরিজ শেষ করার লক্ষ্য স্বাগতিকদের। এই ম্যাচের আগে অধিনায়কত্ব নিয়ে দলে কিছুটা অস্থিরতা বিরাজ করেছে। এই সিরিজ শেষে তিন ফরম্যাটেরই নেতৃত্ব ছাড়তে চান নাজমুল হোসেন শান্ত, যা ইতোমধ্যে বিসিবিকে জানিয়েছেন তিনি।
বাধ্য হয়ে এই ম্যাচের একাদশে পরিবর্তনও আনতে হয়েছে বাংলাদেশকে। জ্বরের কারণে খেলা হচ্ছে না লিটন কুমার দাসের। তার জায়গায় নেওয়া হয়েছে মাহিদুল ইসলাম অঙ্কনকে, আজ তার অভিষেক হয়েছে। যদিও স্কোয়াডে অঙ্কন ডাক পান জাকের আলী অনিকের জায়গায়। নাঈম হাসান বাদ পড়েছে, একাদশে ঢুকেছেন পেসার নাহিদ রানা। একাদশে ফিরেছেন জাকির হাসানও।