আফগানিস্তানের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ
দীর্ঘদিন ওয়ানডে ফরম্যাটে খেলা হচ্ছিল না, টেস্ট ও টি-টায়েন্টি খেলেই সময় কাটছিল বাংলাদেশ ক্রিকেট দলের। লম্বা বিরতির পর আবারও প্রিয় ফরম্যাটে খেলতে নামছে নাজমুল হোসেন শান্তর দল। আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে ৫০ ওভারের ম্যাচে ফিরছে বাংলাদেশ।
তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে আজ মুখোমুখি বাংলাদেশ-আফগানিস্তান। ম্যাচে টস ভাগ্য বিপক্ষে গেছে বাংলাদেশের। টস হেরে ফিল্ডিংয়ে নামছে তারা। ম্যাচটি দুবাইয়ের শারজা ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকাল ৪টায় শুরু হবে।
প্রায় আট মাস পর ওয়ানডে খেলতে নামছে বাংলাদেশ। সর্বশেষ গত মার্চে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলে তারা। চট্টগ্রামে অনুষ্ঠিত সিরিজে বাংলাদেশ জেতে ২-১ ব্যবধানে।
২০১৪ থেকে আফগানিস্তানের বিপক্ষে ১৬টি ওয়ানডে খেলেছে বাংলাদেশ। জয়ের গড় বাংলাদেশেরই বেশি, ১০টি ম্যাচে জিতেছে তারা। বাকি ৬ ম্যাচে জেতে আফগানরা। সর্বশেষ ৫ ম্যাচে বাংলাদেশের জয় ৩টিতে, আফগানরা জিতেছে ২টি ম্যাচ। তবে সর্বশেষ ৩ ম্যাচের সবগুলোতেই জিতেছে বাংলাদেশ।
বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।
আফগানিস্তান একাদশ: সাদিকউল্লাহ অতল, রহমানউল্লাহ গুরবাজ (উইকেরক্ষক), রহমত শাহ, হাশমতউল্লাহ শহিদি, আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবি, গুলবাদিন নাঈব, রশিদ খান, মোহাম্মদ গাজানফার, নাঙ্গেলিয়া খারোতে ও ফজলহক ফারুকি।