৩০০ রানে ইনিংস ঘোষণা পাকিস্তানের, ব্যাটিংয়ে বাংলাদেশ
বৃষ্টি শেষে রূপালী আকাশের দেখা না মিললেও মিরপুর টেস্টের খেলা শুরু হয়েছে। চতুর্থ দিনে শুরুটা অবশ্য ভালো ছিল না পাকিস্তানের। কয়েক ওভারের মধ্যেই ফিরে যান তিন দিন ধরে অপরাজিত থাকা আজহার আলী ও অধিনায়ক বাবর আজম।
এরপর ফাওয়াদ আলম ও মোহাম্মদ রিজওয়ান দলকে এগিয়ে নিয়ে যান। তাদের ব্যাটে ৯৮.৩ ওভারে ৪ উইকেটে ৩০০ রান তুলে প্রথম ইনিংস ঘোষণা করেছে পাকিস্তান। ফাওয়াদ ৫০ ও রিজওয়ান ৫৩ রানে অপরাজিত থাকেন। প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ।
এর আগে আবিদ আলী ৩৯, আবদুল্লাহ শফিক ২৫, আজহার আলী ৫৬ ও বাবর আজম ৭৬ রান করেন। বাংলাদেশের বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম ২টি এবং খালেদ আহমেদ ও এবাদত হোসেন একটি করে উইকেট নেন। তৃতীয় টেস্ট খেলতে নেমে ক্যারিয়ারের প্রথম উইকেটের স্বাদ নিলেন ২০১৮ সালে অভিষেক হওয়া খালেদ।
খেলা শুরু হতেই আজহার-বাবরকে ফেরাল বাংলাদেশ
প্রথম দিনের পর বৃষ্টির কারণে খেলাই মাঠে গড়াচ্ছিল না। দ্বিতীয় দিন ৬.২ ওভারের খেলা অনুষ্ঠিত হলেও তৃতীয় দিন একটি বলও মাঠে গড়ায়নি। অবশেষে চতুর্থ দিনে এসে বাংলাদেশ-পাকিস্তানের মধ্যকার মিরপুর টেস্টের খেলা শুরু হলো। আর খেলা শুরু হতেই আজহার আলী ও পাকিস্তানের অধিনায়ক বাবর আজমকে ফিরিয়ে দিল বাংলাদেশ।
এদিনও অবশ্য ঠিক সময়ে খেলা শুরু হয়নি। সাড়ে ৯টায় খেলা শুরুর কথা থাকলেও শুরু হয় ১০টা ৫০ মিনিটে। দিনের দ্বিতীয় ওভারেই আঘাত হানেন এবাদত হোসেন। বাংলাদেশের ডানহাতি এই পেসার ফিরিয়ে দেন আজহারকে। ফেরার আগে ৫৬ রান করেন আজহার।
এরপর বাবরও টিকতে পারেননি। এলবিডব্লিউর ফাঁদে ফেলে পাকিস্তান অধিনায়ককে ফেরান তৃতীয় টেস্ট খেলতে নামা খালেদ আহমেদ। এটাই তার টেস্ট ক্যারিয়ারের প্রথম উইকেট। ফেরার আগে ১২৬ বলে ৯টি চার ও ১টি ছক্কায় ৭৬ রান করেন বাবর।
চার দিন ধরে প্রথম ইনিংসে ব্যাটিং করতে থাকা পাকিস্তান ৭৪ ওভার শেষে ২ উইকেটে ২১২ রান তুলেছে। উইকেটে আছেন ফাওয়াদ আলম ও মোহাম্মদ রিজওয়ান।