সাজিদের স্পিন ঘূর্ণিতে দিশেহারা বাংলাদেশ, ফলো অনে পড়ার শঙ্কা
পাকিস্তানের বিপক্ষে মিরপুর টেস্টের প্রথম ইনিংসে চরম হতাশার ব্যাটিং করে যাচ্ছে বাংলাদেশ। টেস্ট ম্যাচ হলেও টি-টোয়েন্টি মেজাজে ব্যাটিং করে উইকেট বিলিয়ে যাচ্ছে ঘরের মাঠের দলটি। ৬৫ রানের মধ্যেই ৬ উইকেট হারিয়ে বসেছে বাংলাদেশ। একটি রান আউট, বাকি পাঁচটি উইকেটই নিয়েছেন সাজিদ খান। টেস্টে এটাই সেরা বোলিং ডানহাতি এই অফ স্পিনারের।
উইকেট বৃষ্টি থামাতে লড়াই করছেন সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজ। ২০ ওভারে ৬ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ৬৬ রান। চরম অগোছালো ব্যাটিংয়ে ফলো অনে পড়ার শঙ্কায় এখন বাংলাদেশ।
মুশফিকের বিদায়, ধুঁকছে বাংলাদেশ
পাকিস্তানের বিপক্ষে মিরপুর টেস্টের প্রথম ইনিংসে ব্যাটিং করতে নেমে শুরু থেকেই উল্টো পথে হাঁটছে বাংলাদেশ। প্রায় সব ব্যাটসম্যানই দায়িত্বহীনতার পরিচয় দিয়েছেন। কেবল অভিষিক্ত মাহমুদুল হাসান জয় পরাস্থ হয়ে আউট হন। বাকিরা উইকেট বিলিয়ে এসেছেন। সাদমান ইসলামের পর মুশফিকুর রহিমও শট খেলতে গিয়ে আউট হন।
৩১ রানেই ৪ উইকেট হারানো বাংলাদেশকে পথ দেখানোর চেষ্টা করছেন নাজমুল হোসেন শান্ত ও লিটন কুমার দাস। ১৪ ওভারে ৪ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ৪৩ রন। শান্ত ২২ ও লিটন ৪ রানে ব্যাটিং করছেন।
ক্যাচ অনুশীলন করিয়ে থামলেন সাদমান, রান আউট মুমিনুল
বরাবরের মতোই ব্যর্থ হয়েছে বাংলাদেশের উদ্বোধনী জুটি। অভিষেক ম্যাচ খেলতে নেমে শূন্য রানেই আউট হন মাহমুদুল হাসান জয়। বাকি ওপেনার সাদমান ইসলাম অনিকও টিকতে পারলেন না। বাঁহাতি এই ওপেনার অবশ্য পাকিস্তানকে ক্যাচ অনুশীলন করিয়ে বিদায় নিলেন। স্কয়ার কাট করতে গিয়ে হাসান আলীর হাতে ক্যাচ দেন ৩ রান করা সাদমান।
নাজমুল হোসেন শান্তর সঙ্গে উইকেটে যোগ দেন অধিনায়ক মুমিনুল হক। তার পথও দীর্ঘ হলো না। রান আউটে কাটা পড়ে বিদায় নিয়েছেন তিনি। ১০.১ ওভারে ২২ রান তুলতেই ৩টি উইকেট হারিয়ে বসেছে বাংলাদেশ।
মাহমুদুল জয়ের দুঃস্বপ্নের অভিষেক
স্বপ্নের টিকেট মিলেছিল, গায়ে উঠেছিল সাদা পোশাক। চার দিন অপেক্ষার পর ব্যাট হাতে উইকেটে গিয়ে সাদা পোশাকে রঙিন গল্প লেখা হলো না মাহমুদুল হাসান জয়ের। পাকিস্তানের বিপক্ষে মিরপুর টেস্ট দিয়ে বাংলাদেশ দলে অভিষেক হওয়া ডানহাতি এই ব্যাটসম্যান রানের খাতাই খুলতে পারলেন না।
ইনিংস উদ্বোধন করতে নেমে ৭টি বল খেলে শূন্য রানে সাজঘরে ফিরলেন জয়। বাংলাদেশের ২৪তম ব্যাটসম্যান হিসেবে টেস্ট অভিষেকের প্রথম ইনিংসে শূন্য রানে আউট হলেন বাংলাদেশের যুব বিশ্বকাপজয়ী দলের এই সদস্য।
চতুর্থ দিনে দ্রুত ব্যাট চালিয়ে ৪ উইকেটে ৩০০ রান তুলে প্রথম ইনিংস ঘোষণা করে পাকিস্তান। জবাবে ১ রানেই প্রথম উইকেট হারায় বাংলাদেশ। সাদমান ইসলাম অনিকের সঙ্গে উইকেটে যোগ দিয়েছেন নাজমুল হোসেন শান্ত। ৫ ওভার শেষে ১ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ৩ রান।