কথা রাখলেন তামিম
দিনটার কথা নিশ্চয়ই মনে আছে তামিম ইকবালের, বাংলাদেশ দলেরও! ৯ মার্চ মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের একাডেমি ভবনের সামনে দাঁড়িয়ে তামিম বলেছিলেন, 'অবশ্যই জয়ের লক্ষ্য নিয়েই যাব।' দক্ষিণ আফ্রিকার মাটিতে কাজটা যে কঠিন, সেটাও মনে করিয়েছিলেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক। কিন্তু ১৪ দিন পরে বাংলাদেশ যেখানে দাঁড়িয়ে, সেখানে কেবল জয়ীদের স্থান। ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতে দক্ষিণ আফ্রিকার মাটিতে ইতিহাস লিখেছে বাংলাদেশ।
এতে একটা লাইন দাঁড়িয়ে গেছে, 'কথা রাখলেন তামিম ইকবাল।'
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একটি জয়ই স্বপ্নের মতো ছিল বাংলাদেশের কাছে। ২০০২ সাল থেকে দেশটিতে খেলে এলেও সাফল্যের খাতা ফাঁকাই পড়ে ছিল। এই সিরিজের আগে দক্ষিণ আফ্রিকার মাটিতে খেলা ১৯ ((৬ টেস্ট, ৯ ওয়ানডে ও ৪ টি-টোয়েন্টি) ম্যাচের সবকটিতেই বাংলাদেশের সঙ্গী হয়েছিল হার। সেখানেই এবার লেখা হলো বিজয়ের গল্প।
যেখানে নায়কের ভূমিকায় সিরিজ সেরা তাসকিন আহমেদ, সফল নেতা হিসেবে তামিমের মুখে চওড়া হাসি। সিরিজ জয়ের বাংলাদেশ অধিনায়ক বললেন, 'এটা বিরাট জয়। এটা মনে হয় আমার ক্যারিয়ারে, আমাদের ক্যারিয়ারে বিরাট অর্জন। আমরা ৪ জন সিনিয়র ১৫ বছর ধরে খেলছি, আমি এই সিরিজ জয়কে ওপরেই রাখব, এটা বিরাট জয়।'
বিদেশের মাটিতে বড় দলগুলোর বিপক্ষে সিরিজ জয় ছিল স্বপ্ন, সেটা করে দেখালো বাংলাদেশ। গর্ব নিয়ে তামিম বলেন, 'ওয়ানডে ক্রিকেটে আমাদের অনেক গর্ব। আমরা বিশ্বাস করি এই ফরম্যাটে আমরা অনেক ভালো দল। আমাদের হোম সিরিজে বিশ্বের সব দলকেই হারিয়েছি। আমার মতে, এই ফরম্যাটে আমরা স্বাচ্ছন্দ্যবোধ করি এবং গত ৫-৬ বছর ধরেই খুব ভালো করছি। বিদেশে জেতাই বাকি ছিল। এই সিরিজে আমরা তা করে দেখিয়েছি।'
দক্ষিণ আফ্রিকা সফরে যাওয়ার আগে তামিম বলেছিলেন, 'আমরা এমন একটা পর্যায়ে আছি ওয়ানডে ক্রিকেটে, জেতা ছাড়া অন্য কিছু বলাটা উচিত হবে না আসলে। অবশ্যই জয়ের লক্ষ্য নিয়েই যাব। সাথে এটাও সত্যি যে, এটা কঠিন।' তিন ম্যাচের সিরিজের পর সেই তামিম বললেন, 'বিদেশে জেতাই বাকি ছিল। এই সিরিজে আমরা তা করে দেখিয়েছি।' বাংলাদেশের ড্রেসিং রুমে আবারও একসঙ্গে গাওয়া হলো 'আমরা করবো জয়।'