ভারতে বিনামূল্যে চিকিৎসা সেবা পাবেন মুক্তিযোদ্ধারা
প্রতি বছর ১০০ জন মুক্তিযোদ্ধাকে চিকিৎসাসেবা প্রদানের নতুন প্রকল্প চালু করেছে ভারত সরকার । এ প্রকল্পের আওতায় ভারতীয় সশস্ত্র বাহিনীর হাসপাতালগুলোতে বিনামূল্যে মুক্তিযোদ্ধাদের চিকিৎসাসেবা দেয়া হবে।
এ বিষয়ক একটি বিজ্ঞাপন মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে (www.molwa.gov.bd ) এবং ১৬ জুলাই, ২০১৯ স্থানীয় ‘দৈনিক জনকণ্ঠ’ পত্রিকায় প্রকাশিত হয়েছে।
ভারতীয় হাই কমিশন ও বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় যৌথভাবে বাংলাদেশের সব জেলা থেকে অসুস্থ মুক্তিযোদ্ধাদের বাছাই করবে। এ বছরও ১০০ জন মুক্তিযোদ্ধাকে নির্বাচিত করে ভারতীয় সশস্ত্র বাহিনীর হাসপাতালগুলোতে চিকিৎসাসেবা দেয়া হবে।আর তাদের ভারত যাতায়াতের ব্যয় বহন করবে বাংলাদেশ সরকার। তবে ভারতের মধ্যে এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে যাতায়াতের ব্যয়ভার বহন করবে ভারত সরকার।
তবে টিবি, মানসিক বিকারগ্রস্ত, এইডস এবং অন্যান্য ক্রনিক জাতীয় রোগ যা দীর্ঘমেয়াদী চিকিৎসার প্রয়োজন হয়, এ ধরণের চিকিৎসা এই কর্মসূচির বহির্ভূত থাকবে।
আবেদনকারীরা ওয়েবসাইট কিংবা নিজ নিজ জেলার সিভিল সার্জন অফিস থেকে নির্ধারিত ফরম সংগ্রহ করতে পারবেন। পূরণকৃত আবেদন ফর্ম আগামী ২২ আগস্ট, ২০১৯ এর মধ্যে নিজ নিজ জেলার সিভিল সার্জনের কার্যালয়ে আবেদন জমা দিতে হবে।